Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলার খুচরো ফিরলেন প্লাঙ্কেট

প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইংল্যান্ডের টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে ফিরেছেন লিয়াম প্লাঙ্কেট। চোটের জন্য দক্ষিণ আফ্রিকা সফর শেষ হয়ে যাওয়া স্টিভেন ফিনের জায়গায় সুযোগ পেয়েছেন এই পেসার। পায়ের চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজের দলে শুরুতে ছিলেন না ফিন। চোট কাটিয়ে আগেভাগেই ফেরায় শেষ মুহূর্তে দলে নেয়া হয় তাকে। জোহানেসবার্গে তৃতীয় টেস্টে খেলার সময় চোট পান তিনি, তাতেই সিরিজ শেষ হয়ে যায় তার। আপাতত ইংল্যান্ড ‘এ’ দলের হয়ে সংযুক্ত আরব আমিরাত সফরে রয়েছেন প্লাঙ্কেট। গত নভেম্বরে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে সেই সিরিজে দারুণ বোলিং করেছিলেন দুই ম্যাচে তিনটি করে উইকেট নেয়া এই পেসার। এর আগে গত সেপ্টেম্বরে দেশের হয়ে শেষ ওয়ানডে খেলেছিলেন প্লাঙ্কেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খেলার খুচরো ফিরলেন প্লাঙ্কেট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ