Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি শ্যামল সরকার সভাপতি-মহসিন আশরাফ সাধারণ সম্পাদক

| প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন শ্যামল সরকার (দৈনিক ইত্তেফাক) ও সাধারণ সম্পাদক মহসিন আশরাফ (মাছরাঙ্গা টেলিভিশন)। গতকাল শুক্রবার রাজধানীর পিআইবি মিলনায়তনে বিএসআরএফের দ্বিবার্ষিক সাধারণ সভায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। শ্যামল সরকার আগের কমিটিতেও সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি পুনরায় সভাপতি পদে নির্বাচিত হয়েছে। কার্যনির্বাহী কমিটির ১৫টি পদের মধ্যে সাধারণ সম্পাদক ছাড়া সবগুলোতে সভার সর্বসম্মতিক্রমে প্রার্থী নির্বাচন করা হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২০১৭-১৮ মেয়াদে কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন তালুকদার হারুন (দৈনিক ইনকিলাব)। এ ছাড়া কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (নিউ এজ), সাংগঠনিক সম্পাদক উবায়দুল্লাহ বাদল (দৈনিক যুগান্তর), অর্থ সম্পাদক দীন ইসলাম (দৈনিক মানবজমিন), দফতর সম্পাদক মাসুদ রানা (দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকম) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন ফসিহ উদ্দিন মাহতাব (দৈনিক সমকাল)। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেনÑ তপন বিশ্বাস (দৈনিক জনকণ্ঠ), মাহফুজুর রহমান (বাংলাভিশন), হাবিবুর রহমান (দৈনিক ইনকিলাব), প্রসূন আশীষ (সময় টিভি), মাসউদুল হক (ইউএনবি), রাকিব উদ্দীন (দৈনিক সংবাদ) ও এসএম আব্বাস (বাংলা ট্রিবিউন)। সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন আগের কমিটিতে এ পদে থাকা সিদ্দিকুর রহমান (মানবকণ্ঠ) ও মহসীন আশরাফ (মাছরাঙ্গা টেলিভিশন)। সাধারণ সম্পাদক বেছে নিতে ৪২ জন সদস্য ভোট দেন। ১২ ভোট বেশি পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মহসীন। সিদ্দিকুর রহমান ১৫ ও মহসীন আশরাফ ২৭টি ভোট পান। এ নির্বাচনে কমিশনের দায়িত্ব পালন করেন জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার তপন বিশ্বাস, কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নিউ এজের সিনিয়র রিপোর্টার মোস্তাফিজুর রহমান, কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার আশরাফুল হক রাজীব।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সম্পাদক

২৭ জানুয়ারি, ২০২৩
১৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ