বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে খাবার হোটেলে অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্রæপের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও উত্তেজনা দেখা দিয়েছে। এসময় বাড়িঘরে হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রে ঘটে এ ঘটনা।
রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষই ধারালো ও বিভিন্ন অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে অবস্থান করছিলো। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, উভয় পক্ষের উত্তেজনা থামাতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী জানায়, চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের একটি খাবার হোটেলে অবৈধ ভাবে তিতাস গ্যাস সংযোগ নিয়েছেন। ওই এলাকায় কয়েক শতাধীক বাসাবাড়িতেও অবৈধ গ্যাস ব্যবহার করা হচ্ছে। আবাসিক খাতে গ্যাস বিচ্ছিন্ন নিয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করছেন। সাধারণ মানুষের আবাসিক গ্যাস সংযোগ বৈধ করণের দাবি দীর্ঘ দিনের। আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন যাতে না করে সেজন্য খাবার হোটেলসহ বাণিজ্যিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও প্রশাসনকে সকলেই সহযোগিতা করে আসছেন। এ জন্যই খাবার হোটেলসহ বাণিজ্যিক অবৈধ গ্যাস সংযোগে বাধা দিয়ে আসছেন এলাকাবাসী।
শুক্রবার সকালে এলাকাবাসীর পক্ষ হয়ে একটি খাবার হোটেলে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে যায় স্থানীয় আওয়ামীলীগ নেতা সিরাজ মিয়া, আমির হোসেন ও ইউপি সদস্য কুট্রিসহ তাদের লোকজন। এসময় অপর আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য বজলুর রহমান, শফিকুল ইসলামসহ তার লোকজন খাবার হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে বাধা প্রদান করেন। এ নিয়ে উভয় পক্ষের লোকজনের মাঝে উত্তেজনা দেখা দেয়। রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনাকে কেন্দ্র করে সিরাজ মিয়া, আমির হোসেন ও কুট্রিসহ তাদের লোকজন প্রতিপক্ষ বজলুর রহমানসহ তার লোকজনের বিরুদ্ধে জুতা ও ঝাঁড়– মিছিল বের করেন। পরে বজলুর রহমানের লোকজন মিছিলকারীদের উপর পাল্টা চড়াও হয়। এ সময় উভয় পক্ষের মাঝে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এদিকে, আওয়ামীলীগ নেতা সিরাজ মিয়া ও ইউপি সদস্য কুট্রি দাবি করেন, প্রতিপক্ষের লোকজন তাদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছে।
অপর দিকে বজলুর রহমান বলেন, আসলে গ্যাস লাইন বিচ্ছিন্ন নিয়ে নয়, তুচ্ছ ঘটনা নিয়ে তর্কবিতর্ক হয়েছে। বাড়িঘরে হামলা ভাঙচুরের ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।