পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্ট : লাইটার ভেসেলের অপর্যাপ্ততায় মংলা বন্দরে আসা বাণিজ্যিক জাহাজের পণ্য খালাসে বড় জাহাজ থেকে লাইটার ভেসেলে পণ্যবোঝাই কার্যক্রম সংকট দেখা দিয়েছে। নির্ধারিত সময়ে প্লেসমেন্ট না পাওয়ায় বিলম্বিত হচ্ছে বন্দরের পণ্য খালাস কার্যক্রম। ফলে সময়মতো বন্দর ত্যাগ করতে পারছে না আমদানি পণ্যবাহী জাহাজগুলো। এতে অতিরিক্ত ভাড়া পরিশোধ করতে হচ্ছে বিদেশী জাহাজ মালিকদের। এ বাড়তি ভাড়া যোগ হচ্ছে আমদানি পণ্যের মূল্যের সঙ্গে। এতে বাজারে সংশ্লিষ্ট পণ্যের দাম বাড়ার পাশাপাশি ক্ষুন্ন হচ্ছে বন্দরের ভাবমূর্তি। বন্দর সূত্র জানায়, মংলা বন্দরে আমদানি পণ্যের খালাস কার্যক্রমের জন্য লাইটার ভেসেলের (বার্জ-কার্গো) তীব্র সংকট দেখা দিয়েছে। ভয়েজ বা টাইম চার্টারভিত্তিক চুক্তিতে পণ্য আমদানির পর বার্জ-কার্গো সংকটের কারণে তা সময়মতো খালাস করা যাচ্ছে না। অন্যদিকে চুক্তির অতিরিক্ত সময়ে বন্দরে অবস্থানের কারণে প্রতিটি জাহাজকে ভাড়াবাবদ দিনে ১০-১৫ হাজার ডলার পরিশোধ করতে হচ্ছে। এ বাড়তি খরচ যোগ হচ্ছে আমদানি পণ্যের মূল্যের সঙ্গে। ফলে এসব পণ্যের মূল্যও বৃদ্ধি পাচ্ছে। শেষ পর্যন্ত এ বাড়তি মূল্য ভোক্তাদেরই পরিশোধ করতে হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।