নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সকল প্রস্তুতি শুরু, এখন চলছে ক্ষণ গণনা। সবার আগে ঢাকায় পা রেখেছে ওয়েস্টইন্ডিজ দল। শ্রীলংকা ক্রিকেট আইসিসি’র আতিথ্য পাবার ৫ দিন আগেই রেখেছে ঢাকায় পা। শ্রীলংকা ক্রিকেটের টাকায় ৫ দিন ঢাকায় অবস্থান করছে তারা। করছে ফতুল্লায় নিয়মিত অনুশীলন। গতকাল রাতেই জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের আসার কথা ঢাকায়। অন্য দলগুলো আজ কালকের মধ্যে অংশগ্রহণকারী অন্য দলগুলোও এসে যাবে বাংলাদেশে। গতকাল থেকে শুরু হয়ে গেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। স্বাগতিক বাংলাদেশ দলকে দিয়েই শুরু হয়েছে এই পর্ব।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এবারের দলটির উপর প্রত্যাশা একটু বেশিই। দ.আফ্রিকা, শ্রীলংকা এবং ওয়েস্টইন্ডিজকে হোম এন্ড অ্যাওয়ে সিরিজে হারিয়ে ছন্দে থাকা দলটিকে ঘিরে শিরোপা স্বপ্ন দেখছেন দলটির পরামর্শক স্টুয়ার্ট ল’ পর্যন্ত। মিরাজ, পিনাক ঘোষ, নাজমুল হাসান শান্ত, সাইফ হাসান, শাওন গাজী, সনজিতÑ কি দারুন বোঝাপড়াই না তাদের। তবে নিজেদের মাটিতে ২০০৪ সালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কাপ পর্বে উঠতে না পার, কিংবা ২০১৪ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নেট রান রেটে সুপার লীগে উঠতে না পারার ব্যর্থতার অতীত সামনে আনতে হচ্ছে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে। ট্রফি হাতে ফটো সেশনের মধ্যে সীমাবদ্ধ থাকতে চান না তিনি। এই ট্রফিটি বাংলাদেশে রেখে দেয়ার প্রত্যয় তার। তবে তার জন্য নির্ভার হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে চান মিরাজ।
নিজেদের মাঠে বিশ্বকাপ বলে প্রত্যাশার চাপটা বেশি, তার আঁচ ইতোমধ্যে পেয়ে গেছেন তিনি। সেই চাপ থেকে মুক্ত থাকতে কোচের উপভোগ তত্ত্ব অক্ষরে অক্ষরে পালন করতে চান উপর্যুপরি দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেয়া মিরাজÑ‘কোচ, পরিবার, দর্শক সবারই অনেক প্রত্যাশা থাকে। আমাদের ওপর এবার ততটা চাপ কাজ করবে না। কারণ, কোচেরা আমাদের বলেছেন, প্রক্রিয়া অনুযায়ী এগোতে আর ক্রিকেট খেলাটাকে উপভোগ করতে। ক্রিকেট খেলায় উপভোগ থাকবে, মজা থাকবে। আমরা সবাই-সবাইকে সহায়তা করব, মজা করব, আনন্দ করব। দেশের মাটিতে বিশ্বকাপ; সবাই খুব ভালো ফল আশা করছে। আমরা যদি সঠিক প্রক্রিয়ায় থাকি, মজা করি, উপভোগ করি, তাহলে ভালো একটা কিছু হবে।’
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের সেরা আসর কেটে গেছে ২০০৬ সালে, সেই আসরে হয়েছে বাংলাদেশ ৫ম। ২০০৮ এবং ২০১২ সালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দল সেখানে প্রথম পর্বের বাধা পেরিয়ে খেলেছে কাপ পর্বে (সুপার লীগ)। ১৯৯৮, ২০০৪ এবং ২০১০’র পর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সর্বশেষ আসরে (২০১৪) সেখানে প্লেটের ট্রফি জিতে ফিরেছে বাংলাদেশ দেশে। সর্বশেষ আসরের এই কস্টটা ভুলে যেতে করণীয় উপায় নির্ধারণ করেছেন মিরাজÑ ‘গত বিশ্বকাপে একটা ম্যাচ হেরে যাওয়ায় অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আমরা কাপে যেতে পারিনি। গত বিশ্বকাপে আমরা যে ভুল করেছি, দেশের মাটিতে বিশ্বকাপে আমরা সেই একই ভুল যেন না করি, সে ব্যাপারে সতর্ক করেছেন কোচ।’
গত বিশ্বকাপেই অস্ট্রেলিয়ার কাছে হেরে রান রেটে পিছিয়ে পড়ে প্লেট পর্বে খেলতে হয় বাংলাদেশকে। সেকারণেই আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নির্ভার বাংলাদেশ দলকে নিয়ে হাজির হতে চান মিরাজÑ ‘আমরা নির্ভার হয়ে মাঠে নামতে চাই। খেলার চেয়েও আমরা এটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। কারণ, সিরিজে কোনো ভুল করলে ফিরে আসার সুযোগ থাকে। কিন্তু বিশ্বকাপের মতো জায়গায় ছোট ভুল করলেও সেটা বড় হয়ে যায়। ফিরে আসা কঠিন হয়ে যায়।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।