পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
কক্সবাজার অফিস : কক্সবাজার শহরের শহীদ দৌলত ময়দানে (পাবলিক হল মাঠ) বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা।’ মেলার উদ্বোধনী দিন গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। শহীদ দৌলত ময়দানের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। এরপর বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য আলহাজ খোরশেদ আরা হক। উদ্বোধন শেষে জেলা প্রশাসক মো. আলী হোসেন এর সভাপতিত্বে ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৭’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত, ত্রিপিটক ও বাইবেল পাঠের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ খোরশেদ আরা হক এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন- কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরী, কক্সবাজার সিভিল সার্জন অফিসের ডা. মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়–য়া, স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী মনজুর আলম ছিদ্দিকী, কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রদীপ্ত খীসা। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন তিনদিনের মেলার সমন্বয়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাইফুল ইসলাম মজুমদার। উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ারুল নাসের, অধ্যক্ষ ক্যথিংঅং, অধ্যক্ষ মাওলানা জাফরুল্লাহ নূরী প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন- এক্সাপাউরুলের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার কানন পাল। তিন দিনের মেলায় জনগণের দোরগোড়ায় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের অনলাইনে পাওয়া যায়- এমন সেবা সমূহ প্রদর্শন করা হবে। এছাড়াও ই লার্নিং, কুইজ প্রতিযোগিতা, তরুণ উদ্ভাবকের কার্যক্রম প্রদর্শনসহ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। সমাপনী দিনের (১৪ জানুয়ারি) অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগ) মোঃ মোস্তাফিজুর রহমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।