Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতির কাছে ক্ষমা চাইলেন মামুনুল

প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে বাহরাইনের কাছে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ জাতীয় দল। টুর্নামেন্টের গেল আসরে ফাইনালে খেললেও এবার চরম ব্যর্থ হয়েছে লাল-সবুজরা। দলের বাজে পারফরমেন্সে লজ্জা পেয়েছে গোটা জাতি। ম্যাচের পরদিন ব্যর্থতার জন্য মিডিয়ার মাধ্যমে জাতির কাছে ক্ষমা চাইলেন বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলাম। গতকাল দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে মামুনুল বলেন, ‘পুরো জাতি আমাদের দিকে তাকিয়ে ছিলো। সবারই আশা ছিলো বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা এবার আমরাই জিতবো। পুরো দল চেষ্টা করেছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও আমরা জাতির আশা পূরণ করতে পারিনি। দলের ব্যর্থতার জন্য খেলোয়াড়দের পক্ষ থেকে আমি জাতির কাছে ক্ষমা চাচ্ছি। সঙ্গে সবাইকে এটাও বলছি যে, আপনারা আমাদের উপর আস্থা রাখুন। এবার ব্যর্থ হয়েছি, ভবিষ্যতে সফল হয়ে আপনাদের আস্থার প্রতিদান দেবো। বর্তমানে আমাদের খারাপ সময় যাচ্ছে। এই সময় আমাদের পাশে থাকা উচিত সবার। যদি তাই হয়, তবে আমি নিশ্চিত খারাপ সময় পার করে ভালোর দিকে এগিয়ে যাবো আমরা। ইনশাআল্লাহ সবার মুখে হাসি ফোটাবো।’
লাল-সবুজের দলপতি আরো বলেন, ‘বর্তমান জাতীয় দলের তরুণ খেলোয়াড়দের মাঝে প্রতিশ্রুতির অভাব রয়েছে। যে কারণে তারা দলকে ভালো কিছু উপহার দিতে পারছে না। সিনিয়র খেলোয়াড় হিসেবে আমি মনে করি, বাফুফের উচিত খেলোয়াড়দের কোড অব কন্ট্রাক্টে নিয়ে আসা। যারা ভালো পারফরমেন্স করবে তারাই দলে থাকবে। আর এটা করলে সমস্যা মিটে যাবে বলেই আমার ধারণা।’
তিনমাস আগের এবং বর্তমান জাতীয় দলের মাঝে রয়েছে আকাশ-পাতাল পার্থক্য। ফুটবলররে আগের সেই ধার আর নেই। এ প্রসঙ্গে মামুনুলের কথা, ‘আসলে সবকিছু বদলে গেছে ইতালিয়ান কোচ ফ্যাবিও লোপেজের কারণে। তিনি দলের দায়িত্ব নেয়ার পর শুধু পারফমেন্সে খারাপই নয়, দলীয় শৃঙ্খলাও ভেঙ্গে পড়েছে। কোচ মারুফুল হক দায়িত্বে আসার পর আমরা শৃঙ্খলা ফিরে পেয়েছি। আস্তে আস্তে পারফরন্সেরও উন্নতী ঘটবে।’
বাংলাদেশ অধিনায়ক মনে করেন আগামী সাফ পর্যন্ত বর্তমান জাতীয় দলকেই ধরে রাখা উচিত বাফুফের। সঙ্গে কোচ হিসেবে মারুফুলকেই তার পছন্দ। তিনি বলেন, ‘সাফল্য পেতে হলে দীর্ঘ মেয়াদী পরিকল্পার প্রয়োজন রয়েছে। আমি মনে করি আমাদের বর্তমান দলটিকেই আগামী সাফ পর্যন্ত ধরে রাখলে সাফল্য আসবেই। বারবার কোচ বদল না করে মারুফ ভাইয়ের উপরই আস্থা রাখলে আমার ধারণা বাফুফে ভুল করবে না। পাশাপাশি অনূর্ধ্ব-২৩ দলকে প্রস্তুত রাখতে হবে। যদি আগামী সাফে সিনিয়ররা ব্যর্থ হয়, তবে পুরো দলকে পরিবর্তন করে অনূর্ধ্ব-২৩ দলের ফুটবলারদের জাতীয় দলে খেলার সুযোগ করে দিতে হবে। এভাবেই নতুন ফুটবলার উঠে আসার পাশাপাশি সাফল্যও ধরা দেবে।
সাফ সুজুকি কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ার পর বাংলাদেশ অধিনায়ক ঘোষণা দিয়েছিলেন, তিনি আর দলের অধিনায়ক থাকবেন না। পরে বাফুফের অনুরোধে নিজের অবস্থান থেকে সরে দাঁড়ান মামুনুল। এ ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে মামুনুলের সরাসরি জবাব, ‘বিষয়টি বাফুফের উপর ছেড়ে দিয়েছি। অধিনায়ক থাকবো কিনা? সেটা তারাই ঠিক করবে।’
নতুন ফুটবল মৌসুমকে সামনে রেখে দলবদল আসন্ন। আগামী মৌসুমে কোন দলের হয়ে মাঠে নামবেন মামুনুল? এর জবাবে তিনি বলেন, ‘অনেক নাটক হচ্ছে দলবদল নিয়ে। পুরনো ক্লাব শেখ জামাল চাইছে আমি আগামী মৌসুমেও তাদের হয়েই খেলি। কিন্তু আমার চূড়ান্ত সিদ্ধান্ত আমি আর শেখ জামালে খেলবো না। নিজের ইচ্ছে মতো দল বেছে নেবো। এক্ষেত্রে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে আমার পাকা কথা হয়েছে। আগামী মৌসুমে এই ক্লাবটির হয়েই মাঠে নামবো আমি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতির কাছে ক্ষমা চাইলেন মামুনুল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ