Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনসভার অনুমতি দিলে বিএনপি সোহরাওয়ার্দীর সব গাছ কেটে ফেলত -হাছান মাহমুদ

| প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছিল। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে আগে থেকে তথ্য ছিল তারা (বিএনপি) সোহরাওয়ার্দী উদ্যানে নাশকতা করবে এব্ং সব গাছপালা কেটে ফেলবে। এ জন্য তাদের অনুমতি দেয়া হয়নি। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্য উল্লেখ করে বলেন, বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় তা স্পষ্ট। বিএনপি জোট এখন জনগণের কাছে এক আতঙ্কের নাম। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারার প্রতিবাদে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া ১০০ দিন মানুষকে অবরুদ্ধ করে রেখেছিলেন। তাদের হাত থেকে মানুষ, জীবজন্তু এমনকি গাছপালাও রক্ষা পায়নি। তিন বছর ধরে নির্বাচন প্রতিহতের নামে যে নৈরাজ্য তারা সৃষ্টি করেছিল জনগণ তা প্রতিহত করেছে। সংগঠনের সভাপতি চিত্ত রঞ্জন দাস এতে সভাপতিত্ব করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ