Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউসিবি পাবলিক পার্লামেন্টের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার

| প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলার যৌথ আয়োজনে বছরব্যাপী অনুষ্ঠিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ আজ সকাল ১১.৫ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে। ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে জাতীয়ভিত্তিক এই প্রতিযোগিতায় বাচাইয়ের মাধ্যমে ১৬টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে। এফডিসিতে অনুষ্ঠিত গ্র্যান্ড ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী বিতার্কিকদের পুরস্কার প্রদান করেন দুদকের কমিশনার এএফএম আমিনুল ইসলাম। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান এম এ সবুর। ইউসিবি পাবলিক পার্লামেন্টের গ্রান্ড ফাইনালে দুর্নীতি বিরোধী এ ছায়া সংসদে রাজনৈতিক সচেতনতা নাকি জনসচেতনতা দুর্নীতি রোধ করতে পারে-এ নিয়ে বিতার্কিকরা তর্কযুদ্ধে অবতীর্ণ হয়। প্রধান অতিথির বক্তব্যে দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম বলেন, দুর্নীতি প্রতিরোধে রাজনীতিবিদদের ভূমিকাই মূখ্য। সত্যিকার অর্থে রাজনীতিবিদরা যদি চান তাহলে দুর্নীতি রোধ করা সহজ হয়ে যায়। তবে এ ক্ষেত্রে জনগণকে সম্পৃক্ত করে দুর্নীতি প্রতিরোধে সবাই মিলে যুদ্ধ ঘোষণা করলে দুর্নীতিবিদরা পালিয়ে যাবেন বলে তিনি উল্লেখ করেন। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া পৃথিবীর কোন দেশে দুর্নীতি নিয়ন্ত্রণের নজির নেই। দুর্নীতি দমনে কঠিন আইন প্রণয়নসহ আনইপ্রয়োগকারী সংস্থা ও প্রশাসন সমস্ত দুর্নীতি বিরোধী কার্যক্রম করা উচিত। সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাংলাদেশের প্রথম এবং প্রধান সমস্যা হলো দুর্নীতি। এই দুর্নীতি বন্ধ করা সম্ভব হলে গণতন্ত্র বজায় রেখে সুশাসন ও আইনের শাসন নিশ্চিত করা সম্ভব। প্রচুর সম্ভাবনার এ দেশকে এগিয়ে নিতে হলে সরকারসহ সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে দুর্নীতি বিরোধী কার্যক্রম জোরদার করতে হবে। আমরা এগিয়ে যাচ্ছি ঠিকই কিন্তু দুর্নীতির দুষ্টচক্র থেকে এখনও বেরিয়ে আসতে পারছি না। তাই ভবিষ্যতে যারা দেশের নেতৃত্ব দেবে তাদের সচেতন করা এবং সৎ ও সুনাগরিক হিসেবে তৈরী করার জন্যই আমরা এ ধরনের আয়োজন করে থাকি। ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, রানার আপ ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে প্রাইমএশিয়া ইউনিভার্সিটি, ইবাইস ইউনিভার্সিটি ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। অনুষ্ঠান শেষে বিতার্কিকদের ট্রফি, ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার হিসেবে প্রদান করা হয়। এতে চ্যাম্পিয়ন, রানার আপ ও তৃতীয় স্থান অর্জনকারী দলকে যথাক্রমে এক লাখ, পঞ্চাশ হাজার এবং পঁচিশ হাজার টাকা দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউসিবি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ