Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

১২ ঘন্টা এটিএম সেবা বন্ধ ইউসিবি ব্যাংকের

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১১ মে, ২০২২, ৮:১১ পিএম

কারিগরি সংস্কারের জন্য বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড, এটিএম সেবা ১২ ঘণ্টা বন্ধ থাকবে। আগামী ১৩ মে শুক্রবার ও ১৪ মে শনিবার এই দুই দিন রাত সাড়ে ১১টা থেকে ভোর ৫টা ৪৫ মিনিট পর্যন্ত ৬ ঘণ্টা করে এসব সেবা বন্ধ রাখা হবে। বুধবার (১১ মে) ইউসিবির পক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় গ্রাহকদের এ তথ্য জানানো হয়েছে। এ সংক্রান্ত নোটিশ ব্যাংকের ওয়েবসাইটেও দেয়া হয়েছে।

বার্তায় বলা হয়, কারিগরি সংস্কারের জন্য ইউসিবির ইন্টারনেট ব্যাংকিং ইউনেট, ডেবিট কার্ড, এটিএম পয়েন্ট অব সেলস (পিওএস), ই-কমার্স ও ইউপে সেবা শুক্রবার রাত সাড়ে ১১টা থেকে ভোর ৫টা ৪৫ মিনিট এবং ১৪ মে শনিবার রাত সাড়ে ১১টা থেকে ভোর ৫টা ৩৫ মিনিট পর্যন্ত ইউসিবি ইউনেট ও ডেবিট কার্ড সেবা বন্ধ থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ