Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

শেষ ওভার থ্রিলারে জিতল আফগানিস্তান

প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন যখন ১১ রান, তখন বাঁ-হাতি স্পিনার লালচিতার প্রথম বলে সামিউল্লাহ শেনওয়ারী লং অন-এ দিয়েছেন ক্যাচ ! ওই আউটে মাথায় হাত আফগান ড্রেসিংরুমে। তবে শেষ ওভার থ্রিলার বলে কথা। দ্বিতীয় এবং তৃতীয় বলে লং অফের ওপর দিয়ে দৌলত জাদরানের ছক্কায় ৩ বল হাতে রেখে ফতুল্লায় শেষ হাসি হেসেছে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের কাছে হারের ধকল কাটিয়েছে তারা ওমানকে ৩ উইকেটে।
ম্যাচটিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ওপেনিং জুটির ৭২ রান এবং দুই ফিফটি (জিসান মাকসুদ ৫২, আদনান ইলিয়াস ৫৪) সত্তে¡ও স্কোরটা ১৬৫/৪-এ থেমেছে ওমানের। বাধ্যতামূলক ব্যাটিং পাওয়ার প্লে কাজে লাগাতে না পারাটাই ম্যাচে গড়ে দিয়েছে দুই দলের ব্যবধান। প্রথম ৬ ওভারে উইকেটহীন ৩৪ যেখানে ওমানের, সেখানে ৩ ব্যাটসম্যান হারিয়ে আফগানিস্তানের স্কোর ৬১। এখানেই এগিয়ে গেছে আফগানরা। এশিয়া কাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে একাদশের বাইরে থাকা নূর আলী জাদরান গতকাল ফিরেই খেলেছেন টি-২০ আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩য় ফিফটির ইনিংস (৪৪ বলে ৮ বাউন্ডারিতে ৬৩ রান)। ইনিংসের শুরু থেকে রানের গতি সচল থাকায় ফিনিশিংটা সহজ হয়েছে। শেষ ৩০ বলে ৩৫ রানের টার্গেট দুর্ভাবনায় ফেলেনি আফগানিস্তানকে।
প্রথম ম্যাচে হংকংকে ৫ রানে হারিয়ে আফগাস্তিানের কাছে ৩ উইকেটে হেরে যাওয়ায় সমীকরণ মেলানোর পরীক্ষা দিতে হচ্ছে ওমানকে। অন্যদিকে এই জয়ে এশিয়া কাপের মূল পর্বের আশা বাঁচিয়ে রেখেছে আফগানিস্তান। শেষ ম্যাচে হংকংকে হারিয়ে এশিয়া কাপের মূল পর্বে খেলার স্বপ্ন দেখছেন আফগান কোচ ইনজামাম উল হক।
ওমান বোলারদের মধ্যে ২ পেসার বিলাল খান (৩/৩৩) মেহরান খান (৩/১৮) টিমমেট অন্য বোলারদের উদ্বুদ্ধ করতে পারেননি।
ওমান : ১৬৫/৪ ( ২০.০ ওভারে), জিসান মাকসুদ ৫২, জিতেন্দ্র সিং ২৩, আদনান ৫৪, গুলবাদিন নায়েব ২/২৪।
আফগানিস্তান : ১৬৮/৭ (১৯.৩ ওভারে), নূর আলী জাদরান ৬৩, আসগার স্টানিকজাই ৩৪, নাজিবুল্লাহ জাদরান ২৩, বিলাল খান ৩/৩৩, মেহরান খান ৩/১৮।
ফল : আফগানিস্তান ৩ উইকেটে জয়ী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেষ ওভার থ্রিলারে জিতল আফগানিস্তান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ