Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য ভালো সহবতের বিকল্প নেই -আল্লামা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী

| প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা : ইনসানে কামিল তথা পরিপূর্ণ মানুষ হতে হলে ভালো সহবতের প্রয়োজন। কেননা অনেক সময় বিশাল জ্ঞানের অধিকারী মানুষও অমানুষের কাজ করে বসে। এর কারণ হচ্ছে ভালো মানুষ তথা কোনো কামিল ওলির সাথে তার কোনো সম্পর্ক নেই। যুগে যুগে এর প্রমাণ পাওয়া যায়। আজকের অশান্ত সমাজ ও আত্মাকে সঠিক পথে পরিচালিত করতে একজন সঠিক পীর ছাহেবের সান্নিধ্যে যাওয়া একান্ত প্রয়োজন।
বাংলাদশে আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী গতকাল বুধবার দুপুরে লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স লন্ডনের চেয়ারম্যান মাওলানা এম এ কাদির আল হাসানের বাসভবন বালাগঞ্জ উপজেলার হাড়িয়ারগাঁও গ্রামে এক দোয়া মাহফিলে উপরোক্ত কথাগুলো বলেন। মাহফিলে মিলাদ শরীফ পাঠ করেন আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী, দোয়া পরিচালনা করেন আওলাদে রাসূল আল্লামা মুস্তাক আহমদ আল মাদানী ভারত। বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মুদারর্রেছীনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ কে এম মনোওর আলী, সিলেট জেলা আনজুমানে আল ইসলাহর সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোহাম্মদ নোমান, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় নেতা মাওলানা রফিকুল ইসলাম খান, ওসমানীনগর উপজেলা সভাপতি মাওলানা ছাদিকুর রহমান শিবলী, বালাগঞ্জ আল ইসলাহর সভাপতি কাজী মাওলানা লুৎফুর রহমান সিরাজী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তহুর, তালামীযের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতি বেলাল আহমদ, কাজী মাওলানা আ ফ ম আব্দুল কাইয়ুম, সাংবাদিক আবুল কালাম আজাদ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ুনুর রহমান লেখন, কেন্দ্রীয় সদস্য হাফিজ তৌরিছ আলী, লতিফিয়া কারী সোসাইটি বালাগঞ্জের সেক্রেটারি মাওলানা কুহিনুর উদ্দিন চৌধুরী, তালামীযে ইসলামিয়া বালাগঞ্জ উপজেলা সভাপতি হাফিজ ইমন আহমদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুলতলী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ