Inqilab Logo

রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ০৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

শেষ হলো প্রাইম ব্যাংক কাপ গলফ

প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : তিন দিনব্যাপী প্রাইম ব্যাংক কাপ গলফ টুর্নামেন্ট শেষ হয়েছে। টুর্নামেন্টের এবারের আসরে বিজয়ী খেলোয়াড়রা হলেন- উইনার : লে: কর্নেল একেএম জহিরুল ইসলাম, সিনিয়র উইনার : লে: কর্নেল নাসির আহমেদ ও লেডিস উইনার : মিসেস তাহমিনা রেহমান । শুক্রবার কুর্মিটোলা গলফ কোর্সে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেঃ জেনারেল মো: মাহফুজুর রহমান। এ সময় বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংক লিমিটেডের পরিচালক মাফিজ আহমেদ ভূঁইয়া এবং ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক- মোঃ শাহাদাত হোসেন এবং ব্যাংকের প্রাক্তন পরিচালক শাহেদা পারভীন তৃসা ও ফিরোজা আমিন। প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ তাবারক হোসেন ভূঞা, হাবিবুর রহমান, মো: গোলাম রব্বানী, মোঃ তৌহিদুল আলম খান ও সৈয়দ ফরিদুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেষ হলো প্রাইম ব্যাংক কাপ গলফ

২১ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ