Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইয়ুথ ক্রিকেট লীগ দ্বিতীয় দিনে ২ সেঞ্চুরি

প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে চার দিনের ম্যাচে দ্বিতীয় দিনে এসে ২ সেঞ্চুরি দেখেছে দর্শক। প্রথম দিন শেষে ৫২ রানে ব্যাটিংয়ে থাকা রায়হান রাফসান দ্বিতীয় দিনে পেয়েছেন সেঞ্চুরি (১৫৪)। তবে হতাশ করেছেন এদিন সাইফ হাসান। ৩০৫ রানের স্থায়ীত্ব পাওয়া ইনিংসে ১৯টি চারের পাশে মেরেছেন এই মিডল অর্ডার ৩টি ছক্কা। প্রথম দিন শেষে ৭৭ রানে ব্যাটিংয়ে থাকা সেন্ট্রাল জোনের এই মিডল অর্ডার গতকাল যোগ করতে পেরেছেন মাত্র ৪ রান। রান পাহাড়ে ইস্ট জোনকে চাপা দিয়ে (৪৪৯/১০) বেকায়দায় ফেলেছে সেন্ট্রাল জোন। দ্বিতীয় দিন শেষে ইস্ট জোনের স্কোর ১০৪। ৪৫ রানে ব্যাটিংয়ে আছেন ওপেনার ফয়সাল ইমরান।
এদিকে সাউথ জোনের ২৫২-এর জবাবে লিড নিয়েছে নর্থ জোন (৩২৪/১০)। প্রথম দিন শেষে ২৮ রানে ব্যাটিংয়ে থাকা রাফিন গতকাল সেঞ্চুরি উদযাপন করেছেন (১০৮)। ২৯৪ মিনিটের ইনিংসে ১৬টি চারের পাশে ছিল তার ২টি ছক্কা। ৫৫ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে ৮৬-তে ফিরেছেন শান্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়ুথ ক্রিকেট লীগ দ্বিতীয় দিনে ২ সেঞ্চুরি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ