Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে সিবিএমসি হাসপাতালের ড্যাব কমিটি গঠিত

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ময়মনসিংহ অফিস : ময়মনসিংহে কমিউমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কমিটি গঠিত হয়েছে। ডা: এএসএম রুহুল কদ্দুছ’কে সভাপতি, ডা: তোফায়েল উদ্দিন আহাম্মদকে সাধারণ সম্পাদক ও ডা: মাহফুজুল আলম লিটনকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠিত হয়। ড্যাব মহাসচিব ডা: এজেডএম জাহিদ হোসেন এ কমিটির অনুমোদন বলে গতকাল মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নতুন কমিটির নেতারা।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন-সিনিয়র সহ-সভাপতি ডা: মামুনুর রশিদ চৌধুরী, সহ-সভাপতি ডা: আমিনুল ইসলাম, মাসুদুর রহমান, মাহমুদ জাভেদ হাসান, রাজিবুল হাসান, এএইচএম হাসান, কোষাধ্যক্ষ ডা: এমদাদুল হক, যুগ্ম সম্পাদক ইমদাদুল হক শাকিল, দপ্তর সম্পাদক সুলতান ফজলে রাব্বী নাহিদ, প্রকাশনা সম্পাদক একেএম রফিকুল আমীন খান দ্বীনী, প্রচার সম্পাদক আব্দুল্লাহেল ওয়াসী খান জনি, বিজ্ঞান বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক নাফিসা সুলতানা সাথী, মহিলা বিষয়ক সম্পাদক রিভা আইরিন বসরিয়া, সমাজ কল্যাণ সম্পাদক ফজিলাতুন নেছা হালিমা, আপ্যায়ন সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান, মানব সম্পাদক উন্নয়ন সম্পাদক মাহমুদুর রহমান বুলবুল, সাহিত্য সম্পাদক অনিরুদ্ধ বসু, তথ্য ও গবেষণা সম্পাদক নাহিদা ইসলাম নিপা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ডা: একেএম রেজাউল হক, সদস্য- অধ্যাপক ডা: মুর্শেদ আলম, অধ্যাপক ডা: হাসিবুর রহমান, ডা: জাকির হোসেন খান, ডা: রায়হান সুলতান পায়েল, ডা: হাবিবে এ হাসান নাহিদ, ডা: এএফএম ওবায়েদ উল্লাহ।
এ কমিটির উপদেষ্টারা হলেন-অধ্যাপক ডা: মাজাহারুল ইসলাম, অধ্যাপক ডা: মো: মাহাবুবুল করিম খান, অধ্যাপক ডা: মোর্শেদ উদ্দিন, অধ্যাপক ডা: নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা: মো: আসাদুজ্জামান রেজা।

কোটালীপাড়ায় ৯৩ হাজার মিটার কারেন্ট জাল ও পলিথিন উদ্ধার
কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা : গোপালগঞ্জের কোটালীপাড়ায় র‌্যাবের অভিযানে ৯৩ হাজার ৬০ মিটার নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল, দুই হাজার ৪৬৮ কেজি পলিথিন উদ্ধার ও দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিনভর উপজেলার ঘাঘর বাজারে র‌্যাব-৮ মাদারিপুর ক্যাম্প এ অভিযান চালায়। অভিযান কালে বুলবুল স্টোর ও হায়দার অ্যান্ড ব্রাদার্স নামের দু’টি দোকান থেকে এ মালামাল উদ্ধার করা হয়।
সন্ধ্যায় গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন নিষিদ্ধ মালামাল সরবরাহ ও বিক্রির অপরাধে ব্যবসায়ী বুলবুল খান ও হায়দার আলী খানকে মৎস্য আইনে এক হাজার টাকা করে জরিমানা করে উদ্ধারকৃত কারেন্ট জাল ও পলিথিনে অগ্নিসংযোগ করেন। স্থানীয় ব্যবসায়ীদের ধারণা, উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ১৬ লাখ টাকা। উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের মেজর সোহেল রানা প্রিন্স। এ সময় ঘাঘর বাজার বণিক সমিতির সভাপতি মানিক লাল সাহা ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ স্থানীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ময়মনসিংহ

২৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ