Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুজন দুজনকে ভোট দেননি তারা

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বর্ষসেরা নির্বাচনে যদি মেসি রোনালদোকে এবং রোনালদো মেসিকে ভোট দিতেন তাহলে ব্যাপারটা কি দারুণই না হতো! কিন্তু তারা কেউই একে অপরকে ভোট দেননি। এমনকি সেরা তিনজনের মধ্যেও রাখেননি দুজন দুজনকে। এ থেকে বোঝা যায়, তারা কেউই একে অপরকে সেরা মনে করেন না।
নিয়ম অনুযায়ী প্রতিটা জাতীয় দলের অধিনায়ক ও কোচ ভোট দেয়ার সুযোগ পান। সেই হিসেবে মেসি ও রোনালদোরও ছিল ভোটাধিকার। পছন্দের প্রথম ভোটটি ৫, দ্বিতীয়টি ৩ ও তৃতীয়টি ১ পয়েন্টের। রোনালদোর ভোট পড়ে যথাক্রমে ক্লাব সতীর্থ ও ওয়েলস স্ট্রাইকার গ্যারেথ বেল, ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মড্রিচ ও স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোসের ঝুলিতে। মেসিও একই নিয়মে ক্লাব সতীর্থদেরই বেছে নেন। তার ভোটগুলো গেছে আন্দ্রেস ইনিয়েস্তা, লুইস সুয়ারেজ ও নেইমারের পক্ষে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ