Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হঠাৎই দলে হাফিজ

| প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : আরও কয়েকদিন আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে দল ঘোষণা করা হয়েছে। তবে হঠাৎ করেই ঘোষিত এ স্কোয়াডে জায়গা পেলেন অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। অজিদের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর এ অলরাউন্ডারকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে দলে যোগ করা হয়েছে। মাঝে পারফর্মের কারণে দল থেকে বাদ পড়লেও ঘরো ক্রিকেটে ভালোই করছিলেন হাফিজ। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং নিষেধাজ্ঞা কাটিয়ে উঠেছেন তিনি। বিশেস করে সীমিত ওভারের ক্রিকেটে তার বোলিং কুবই কার্যকরী। তাই যখন একজন টপ অর্ডার ব্যাটসম্যান এবং সেই সঙ্গে যে ভালো অফ স্পিন বলও করতে পারবে এমন কাউকে খোঁজা হচ্ছিল তখন নির্বাচক ইনজামাম-উল-হক তার নামই বলেন। হাফিজ সরবশেষ গত বছর ইংল্যান্ড সফরে বাদ পড়েছিলেন দল থেকে। মাঝে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষেও দলে ছিলেন না। আগামী ১৩ জানয়ারি থেকে ব্রিসবেনে ওয়ানডে সিরিজটি শুরু হবে।
পাকিস্তান ওয়ানডে দল: আজহার আলী (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শারজিল খান, বাবর আজম, শোয়েব মালিক, আসাদ শফিক, উমর আকমল, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), মোহাম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, হাসান আলী, রাহাত আলী, মোহাম্মদ ইরফান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হঠাৎই
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ