Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ব রপ্তানিতে এশিয়ার অবদান বাড়লেও কমেছে ভারতের

| প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : বিশ্ব রপ্তানিতে এশিয়ার অবদান ৩৪ পার্সেন্ট। ১৯৪৮ সালে বিশ্ব বাণিজ্যে চীনের রপ্তানি ছিল মাত্র ০.৯ শতাংশ, ২০১৫ সালে এসে সেই রপ্তানি দাঁড়িয়েছে ১৪.২ শতাংশ। ২০১৫ সালে বিশ্ব বাণিজ্যে যুক্তরাষ্ট্রের রপ্তানি হিস্যা ৯.২ শতাংশ, যেখানে ৬৭ বছর আগে দেশটির অংশগ্রহণ ছিল ২১.৬ শতাংশ। হিসাবে দেখা যায়, বিশ্ববাজারে চীনের রপ্তানি ২.২৭ ট্রিলিয়ন ডলার (২০১৫ সালের হিসাব অনুযায়ী), যেখানে ৬৭ বছর আগে দেশটির মোট রপ্তানি ছিল ৫৩০ মিলিয়ন ডলারের। পিটিআই। স¤প্রতি বিশ্ব বাণিজ্য সংস্থাকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়া রেটিংস। প্রতিবেদনের বিশ্লেষক আবেশ শর্মা বলেন, বিশ্ব বাণিজ্যে ভারতও পিছিয়েছে। ১৯৪৮ সালে বিশ্ব রপ্তানিতে ভারতের হিস্যা ছিল ২.২ শতাংশ, আর ২০১৫ সালে তা কমে হয়েছে ১.৭ শতাংশ। ভারতে চীনের রপ্তানি যেখানে ২০০৫ সালে ছিল সাত বিলিয়ন ডলার, ২০১৬ সালে তা বেড়ে হয়েছে ৬২ বিলিয়ন ডলার। প্রতিবেদনে বলা হয়, ১৯৪৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের রপ্তানি কখনো বাড়েনি, বরং অব্যাহতভাবে কমেছে। রপ্তানি কমেছে ব্রিটেনেরও। দেশটির রপ্তানিও ৬৭ বছরে ১১.৩ শতাংশ থেকে কমে হয়েছে ২.৯ শতাংশ। তিন দশকের ব্যবধানে বিশ্বের কারখানায় পরিণত হয়েছে চীন। পাশাপাশি আরো তিনটি দেশ রপ্তানিতে উন্নতি করেছে। দেশগুলো হলো জার্মানি, জাপান ও নেদারল্যান্ডস। প্রতিবেদনে বলা হয়, গত ৬৭ বছর বিশ্ব রপ্তানিতে জার্মানির শেয়ার ১.৪ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২০১৫ সালে ৮.৩ শতাংশ, জাপানের অংশগ্রহণ ০.৪ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৩.৯ শতাংশ এবং নেদারল্যান্ডসের হিস্যা ২ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২.৫ শতাংশ। আঞ্চলিক হিসাবে বিশ্ব রপ্তানিতে ইউরোপ ও এশিয়ার শেয়ার বাড়ালেও কমেছে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা ও আফ্রিকার শেয়ার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্ব

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ