Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনুশীলনে শাওনের মাথায় চোট

প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : গত নভেম্বরে কোলকাতার যাদবপুরে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৬ উইকেট, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ২ ম্যাচে ৪ এবং ৩ উইকেট! এমন ধারাবাহিক বোলিংয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্পটলাইটা যার উপরে, সেই বাঁ হাতি স্পিনার সালেহ আমমেদ শাওন (শাওন গাজী) গতকাল পড়েছেন ইনজুরিতে। চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে নেট অনুশীলনের সময়ে সাইদ সরকারকে রিটার্ন ক্যাচে ফিরিয়ে দিতে যেয়ে মাথায় পেয়েছেন বলের আঘাত। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় ম্যাক্স হাসপাতালে। সেখানে সিটি স্ক্যান করা হয়েছে এই বাঁ হাতি স্পিনারকে। আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দ.আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মিশন শুরু হওয়ার আগে শাওনের এই ইনজুরি নিয়ে দূর্ভাবনায় পড়ারই কথা। তবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ মিজানুর রহমান বাবুল শাওনের এই ইনজুরি নিয়ে শংকিত নন। শংকা কেটে গেছে বলে জানিয়েছেন তিনিÑ ‘সকালে নেটে বল করছিল শাওন। এক পর্যায়ে নিজের বলে নিজেই ক্যাচ ধরতে গিয়ে মাথায় বল লাগে তার। প্রাথমিকভাবে আঘাত গুরুতর মনে হওয়ায় তাকে ড্রেসিংরুমে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শাওনকে হাসপাতালে পাঠানো হয়। পরে জানতে পেরেছি এখন তার অবস্থা ভালো। আশা করছি প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে তাকে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনুশীলনে শাওনের মাথায় চোট

২০ জানুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ