Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনার উন্নয়ন মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

| প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : সরকারের আট বছরের উন্নয়ন তৎপরতা এ অঞ্চলের মানুষকে অবহিতকরণে তিনদিনব্যাপী উন্নয়ন মেলার প্রথম দিন আজ সোমবার। খুলনা সার্কিট হাউজ ময়দানে একশ’ স্টল নিয়ে মেলা চলবে তিনদিন। খুলনা জেলা প্রশাসনের আয়োজনে আজ বিকেল ৩টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী উদ্বোধন ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করবেন।
জেলা প্রশাসনের সূত্র জানান, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মেলার উদ্বোধন আজ সকাল ১০টায় শিববাড়ী মোড় থেকে শোভাযাত্রা বের হবে। সার্কিট হাউজ ময়দানে উন্নয়ন মেলায় প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।
খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান বলেন, মেলার ¯েøাগান ‘শেখ হাসিনার দর্শন বাংলাদেশের উন্নয়ন’, ‘শেখ হাসিনার দর্শন সব মানুষের উন্নয়ন’ ও উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র’। এ মেলা উপলক্ষে কেডিএ, কেসিসি, জেলা পরিষদ, বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিগত পর্যায়ে তোরণ নির্মাণ করা হয়। মেলায় সার্বক্ষণিক বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ দেয়া হবে। মেলাকে উৎসবমুখর করে তুলতে ব্যানার, ফেস্টুন ও পোস্টারিং করা হয়েছে। খুলনার শিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনতে বিনিয়োগকারীদের উৎসাহিত করা হচ্ছে। খুলনা-মংলা রেললাইন চালু হলে এ অঞ্চল আবারও শিল্পে সমৃদ্ধ হবে। মেলায় ব্যাংক-বীমা, কৃষি, স্বাস্থ্য, এনজিও, নৌ-বাহিনী ও মুক্তিযোদ্ধারা স্টল নিয়েছে।
জেলা প্রশাসক আরও জানান, নারীর ক্ষমতায়ন, একটি বাড়ি একটি খামার, আশ্রয়ণ প্রকল্প, ঘরে ঘরে বিদ্যুৎসহ প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগের সাথে সংশ্লিষ্ট বিভাগ সমূহের কার্যক্রম প্রদর্শনে মেলায় বিশেষ ব্যবস্থা থাকবে। লিফলেট, ম্যাগাজিন, সুভ্যেনির ছাড়াও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিভিন্ন দপ্তরের উন্নয়নের চিত্র তুলে ধরা হবে। প্রতিদিন মেলা প্রাঙ্গণে সেমিনার ছাড়াও সন্ধ্যায় ডকুমেন্টারি ফিল্ম ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। মেলা চলাকালীন নগরীর বিভিন্ন জায়গায় ভিডিও চিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধেও চেতনাভিত্তিক ছবি প্রদর্শিত হবে। সকাল ১০টা-রাত ৮টা পর্যন্ত মেলা চালু থাকবে। আগামী বুধবার সন্ধ্যা ৬টায় একই স্থানে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভিডিও


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ