Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম দিনে খেলাহীন শেষ সেশন

প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : বিসিএল’র দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনের পুরোটা খেলা হতে দেয়নি বৈরী আবহাওয়া। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বেরসিক বৃষ্টি কেড়ে নিয়েছে শেষ সেশন। টি ব্রেকের পর গড়ায়নি বল। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে আলোর স্বল্পতায় শেষ ঘন্টায় গড়ায়নি বল। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রাইম ব্যাংক সাউথ জোনের বিপক্ষে প্রথম দিনের ২ সেশন ভালই কাটিয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন। পেস বোলার রবিউল শিবলুর বলে দিনের দ্বিতীয় বলে রনি তালুকদার এবং ৭ম ওভারে মার্শাল আইয়ুব ফিরে গেলেও তৃতীয় জুটির ১৫০ রানে ঘুরে দাঁড়িয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন। প্রথম শ্রেণির ক্রিকেটে এদিন দ্বাদশ সেঞ্চুরি উদযাপন করেছেন সামছুর রহমান শুভ (১০৩)। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজের মাঝপথে বাদ পড়া শুভাগতহোম ১৭ রানের জন্য মিস করেছেন সেঞ্চুরি। প্রথম দিন শেষে ওয়ালটন সেন্ট্রাল জোনের স্কোর ২৩৩/৫।
তবে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে প্রথম দিনটি স্বাচ্ছন্দে কাটেনি ইসলামী ব্যাংক ইস্ট এর। ২ স্পিনার নাসির (২/৩৩) এবং সানজামুলের (৩/৩৩) বোলিংয়ে স্কোরশিটে ২০৩ উঠতে হারিয়েছে তারা ৮ উইকেট।
সেন্ট্রাল জোন- সাউথ জোন
ওয়ালটন সেন্ট্রাল জোন ১ম ইনিংস : ২৩৩/৫ (৬৩.২ ওভারে), রনি ০, সামছুর শুভ ১০৩, মার্শাল আইয়ুব ৫, শুভাগতহোম ৮৩,আল আমিন জুনি : ৬, তানভীর ২৩ (ব্যাটিং), শরীফুল্লাহ ৭ (ব্যাটিং), রবিউল ২/৫২, রাজ ১/৮১, সোহাগ গাজী ১/৬২, আসিফ ১/১৯।
ইস্ট জোন-নর্থ জোন
ইসলামী ব্যাংক ইস্ট জোন ১ম ইনিংস : ২০৩/৮ (৭৬.০ ওভারে), সাদমান ৩৩, লিটন দাস ৪৩, মুমিনুল ৩১, তাসামুল ৪৫, কাপালী ৪, আসিফ ৪, ইরফান শুকুর ৫, আবুল হাসান রাজু ১৮, কামরুল রাব্বী ১২, সানজামুল ৩/৩৩, নাসির ২/২৭,তাইজুল ১/২৫,মাহামুদুল হাসান ১/৫৮, শুভাাশিষ ১/২০।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রথম দিনে খেলাহীন শেষ সেশন

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ