Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধনবাড়ী পৌর কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ

| প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ধনবাড়ী (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার ৪ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর কাজী আল-আমিন তাঁর বাড়ির পাশের প্রবাসী রইচ উদ্দিনের ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ধনবাড়ী পৌরসভার সর্দার পাড়া গ্রামে। এ ঘটনার ভিকটিম শাহিনা আক্তার নিজেই বাদী হয়ে ধনবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। মামলা নং- ১, তারিখ ০৩-১-১৭ খ্রিঃ।
মামলার আর্জিতে সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ বাদীর স্বামী বিদেশে থাকায় ধনবাড়ী পৌরসভার ৪ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর কাজী আল-আমিন তাকে মাঝে-মধ্যেই কু-প্রস্তাব দিত। এতে সে রাজি না হওয়ায় গত ৩ জানুয়ারি মঙ্গলবার গভীর রাতে তাঁর বসত ঘরের ডুয়া (ভিটি) কেটে ভিতরে ঢুকে বাদীকে ঘুমন্ত অবস্থায় ধর্ষণের চেষ্টা চালায়। এমতাবস্থায় বাদীর ঘুম ভেয়ে গেলে ধস্তাধস্তি ও ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় কথিত কাজী আল-আমিন অস্ত্রের ভয় দেখিয়ে তার ব্যবহৃত মোবাইল ফোন ফেলে দৌড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে ধনবাড়ী থানার ওসি তদন্ত কামাল হোসেন জানান, এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলাটি এসআই মো. আঃ জব্বারকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।
এ ব্যাপারে পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন জানান, এ ঘটনায় কাউন্সিল আল-আমিনকে শো’কজ করা হয়েছে। এদিকে এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ