Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধনবাড়ীতে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন

প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ধনবাড়ী (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের ধনবাড়ীতে পুকুরে বিষ দিয়ে ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধনবাড়ী থানা পুলিশ জানায়, উপজেলার নরিল্যা সমতকুড়া গ্রামের মো. আবুল কাশেমের ছেলে চাঁন মিয়ার পুকুরে বৃহস্পতিবার রাতে কে বা কারা বিষ প্রয়োগ করে। এতে ঐ পুকুরে আবাদ করা রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস ও শিং মাছসহ বিভিন্ন প্রজাতির ৫ লক্ষাধিক টাকার মাছ মরে ভেসে উঠে। খবর পেয়ে গতকাল শুক্রবার সকালে ধনবাড়ী থানার এসআই ফারুক হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোস্তাফা হোসাইন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি হারুনার রশিদ হীরা, স্থানীয় ইউপি চেয়ারম্যান আকবর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ও এলাকাবাসীর ধারণা শত্রæতামূলকভাবে কে বা কারা রাতের আঁধারে মাছ চাষ করা ২ একর আয়তনের ঐ পুকুরে বিষ প্রয়োগ করে এ ক্ষতিসাধন করে।
মৎস্য চাষী পুকুর মালিক চাঁন মিয়া শুধু ডুকরে ডুকরে কাঁদছেন আর বলছেন আমার সব শেষ করে দিছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধনবাড়ীতে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ