নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : এশিয়ান ফুটবল কনফেডারেশনের প্রশংসা পেয়েছেন আগেই। এবার আনুষ্ঠানিক একটা স্বীকৃতিও পেতে যাচ্ছে তৈয়ব হাসান। বাংলাদেশের সদ্য সাবেক হওয়া এই রেফারিকে বিশেষ সম্মাননা দিচ্ছে এএফসি। দীর্ঘদিন রেফারিংয়ে অবদান রাখার জন্য এই সম্মাননা দিয়ে থাকে এএফসি। বাংলাদেশ থেকে প্রথম এটি পাচ্ছেন তৈয়ব। যিনি আন্তর্জাতিক ও ঘরোয়া সব ধরনের রেফারিং থেকেই মাস কয়েক আগে অবসরে গেছেন। ১৯৯৯ থেকে ২০১৬ পর্যন্ত ১৮ বছর ফিফা রেফারি ছিলেন, এলিট প্যানেলে থেকে এশিয়াজুড়ে গুরুত্বপূর্ণ অনেক ম্যাচে বাঁশি বাজিয়েছেন। এএফসির এলিট প্যানেলে রামকৃষ্ণের পর দ্বিতীয় বাংলাদেশি রেফারি তৈয়ব একসময় এশিয়ার সেরা ২৫ রেফারির তালিকায়ও ছিলেন। দেশে হয়তো হেনস্তা হয়েছেন অনেক সময়। মূল্যায়নও তেমন হয়নি। তবে দেশের বাইরে সম্মান ঠিকই পেলেন। আর তাই আপ্লত তৈয়ব হাসান বলছেন, ‘এই অর্জন আমার একার নয়, গোটা দেশের, গোটা রেফারি সমাজের।’ ১৯ জানুয়ারি কুয়ালালামপুরে এক অনুষ্ঠানে অন্য অনেকের সঙ্গে এই সম্মাননা নেবেন তৈয়ব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।