Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ব ইজতেমাকে ঘিরে হুমকি নেই -স্বরাষ্ট্রমন্ত্রী

| প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিশ্ব ইজতেমাকে ঘিরে জঙ্গি সংগঠনের কোনো ধরনের হুমকি নেই। আমরা সব বিষয় বিবেচনায় রেখেই নিরাপত্তার ব্যবস্থা জোরদার করছি।
গতকাল  বিশ্ব ইজতেমার চূড়ান্ত প্রস্ততি পর্ব সভা শেষে টঙ্গী বিশ্ব ইজতেমা কার্যালয় চত্বরে মন্ত্রী এ কথা বলেন।
বিশ্ব ইজতেমাকে ঘিরে কোনো জঙ্গি সংগঠনের হুমকি আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো হুমকি আমাদের কাছে নেই। আমাদের গোয়েন্দা বাহিনী কাজ করছে। আমাদের নিরাপত্তা বাহিনীও সজাগ রয়েছে। আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত চৌকস। যা কিছু হতে পারে বা হবে সবকিছু মাথায় নিয়েই আমরা কাজ করছি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সভায় বলেন, আগামী বিশ্ব ইজতেমা সুন্দর হবে, সফল হবে। আমরা সবসময় প্রস্তুত রয়েছি। আমাদের প্রধানমন্ত্রী সবসময় বিশ্ব ইজতেমার প্রতি  খেয়াল রাখছেন, আরো কী সহযোগিতা করা যায় তারও খোঁজ খবর নিচ্ছেন তিনি। হজের পর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত হলো বিশ্ব ইজতেমা। কে কোন রাজনীতি করেন তার  ভেদাভেদ ভুলে সকলেই এখানে কাজ করেন।
টঙ্গীর তুরাগ তীরে ১৩ জানুয়ারি শুরু হচ্ছে দুই পর্বের বিশ্ব ইজতেমা। ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। মাঝে চার দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব এবং ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০১৭ সালের বিশ্ব ইজতেমা।
স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো আলোচনা করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, আইজিপি এ  কে এম শহীদুল হক, গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, বিশ্ব ইজতেমার মুরব্বি মেজবাহ উদ্দিন প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও তাদের প্রতিনিধিরা বিশ্ব ইজতেমার প্রস্তুতির তথ্য তুলে ধরেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেন, এ বছর বিশ্ব ইজতেমা নিয়ে আমাদের সামনে বিশেষ চ্যালেঞ্জ রয়েছে। আমরা আশা করি আমাদের সচেতনতা, একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ব ইজতেমার মুরব্বিদের সহযোগিতা নিয়েই আমরা ওই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্ব ইজতেমা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ