Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের ভারোত্তোলনে অ্যাডহক কমিটি

| প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : প্রায় আট মাস আগে নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হলে ভারোত্তোলন ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। দীর্ঘদিনের সাধারণ সম্পাদক উইং কমান্ডার (অব:) মহিউদ্দিন আহমেদকে বাদ দিয়ে গঠন করা হয় এই কমিটি। ফলে প্রায় ৪০ বছর পর ভারোত্তোলনে অবসান ঘটে মহিউদ্দিন যুগের। কিন্তু তাতেও সুদিন আসেনি ভারোত্তোলনে। অ্যাডহক কমিটিতে সাধারই সম্পাদক হিসেবে লে. জেনারেল (অব:) শহিদুল ইসলামকে রাখা হলেও তিনি আট মাসেও সচল করতে পারেননি ভারোত্তোলনের কার্যক্রম। যার ফলে ফের নতুন অ্যাডহক কমিটি গঠন করতে বাধ্য হয়েছে এনএসসি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনকে সভাপতি ও এনএসসি পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) নারায়ণ চন্দ্র দেবনাথকে সাধারণ সম্পাদক করে গত ৪ জানুয়ারি ২৩ সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন করে এনএসসি। এই কমিটি গঠনের পরই অবিলম্বে নির্বাচন আয়োজনের জন্য নির্দেশ দেন তারা। কমিটিতে সহ-সভাপতি দু’জন ফিরোজ খান ও ডা: জাকির আহমেদ, দুুই যুগ্ম সম্পাদক শাহজালাল মুকুল ও ফারুক আহমেদ সরকার কাজল ও কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন সৈয়দ হাসান ইমাম। এছাড়া সদস্যরা হলেনÑ নজরুল ইসলাম, কাজী গোলাম কুদ্দুস নবী, অ্যাডভোকেট রফিকুল ইসলাম শেখ, মফিজুল ইসলাম বিপ্লব, শরিফুল আরিফ, আজাদ আবুল কালাম, বিদ্যুৎ কুমার রায়, ফটিক দত্ত, ফয়জুল ওয়াদুদ জায়গীরদার, মজিবর রহমান, মকবুল আহমেদ খান, মোরসালিন আহমেদ, নুরুন্নবী ভূইয়া রাজু, মিজান সরকার, দুলাল আহমেদ চৌধুরী ও সাগর হালদার।
গেল বছর জুনে উইং কমান্ডার (অব:) মহিউদ্দিন আহমেদকে সরিয়ে অ্যাডহক কমিটি গঠন করার পর নানা সমস্যার মোকাবেলা করতে হয় ভারোত্তোলনের সভাপতি মনজুর কাদের কোরাইশীকে। সর্বশেষ সাধারণ সম্পাদক লে. জেনারেল (অব:) শহিদুল ইসলাম পদত্যাগ করলে অনেকটাই বিপাকে পড়েন তিনি। যদিও কার্যক্রম এগিয়ে নিতে ফেডারেশনের গঠনতন্ত্রের ১৬.১ ধারা অনুযায়ী মকবুল আহমেদ খানকে সাধারণ সম্পাদক করে একটি রেজুলেশন এনএসসিতে জমা দেয়া হয়েছিল। যে ধারায় বলা ছিল, শূন্যপদ পূরণের জন্য কমিটির মধ্য থেকেই একজনকে বেছে নেয়া যাবে পরবর্তী নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত। তবে নিয়ন্ত্রণহীন ভারোত্তোলনের কার্যক্রম চালাতে নানাবিধ সমস্যায় পড়তে হয় কোরাইশীকে। শেষ পর্যন্ত সভাপতির পদে থাকতে তিনি অপারগতা প্রকাশ করেন, যা সচিব অশোক কুমার বিশ্বাসকে মৌখিকভাবে জানান কোরাইশী। যার প্রেক্ষিতেই ফের নতুন করে অ্যাডহক কমিটি গঠন করা হয়। তবে এই কমিটি নিয়েও কিছুটা বিতর্ক রয়েছে। অভিযোগ আছে, দেশের ক্রীড়াঙ্গনে প্রাধান্য বিস্তার করা নড়াইল সংগঠকদের সঙ্গে সুসম্পর্ক থাকায় যুগ্ম সম্পাদক পদে জায়গা পেয়েছেন মাহফুজ মুকুল। তবে কমিটিতে ঠাঁই হয়নি ভারোত্তোলনের সঙ্গে দীর্ঘদিন অঙ্গাঙ্গীভাবে জড়িত কোচ কাজল দত্ত, রুহুল আমিন এবং এস এম আলমের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফের ভারোত্তোলনে অ্যাডহক কমিটি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ