Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনায় ১৬ দোকান ভস্মীভূত অর্ধকোটি টাকার ক্ষতি

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা : নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মাঘান-সিয়াধার ইউনিয়নের প্রত্যন্ত এলাকা খুরশিমুল বাজারে গত বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকা-ে ১৬টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শী আমিন মিয়া জানান, বৃহস্পতিবার মধ্যরাতে দুলাল মিয়ার দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন মোহনগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অগ্নিকা-ে বাজারের ফার্মেসি, মনিহারী ও কাপড়ের দোকানসহ বিভিন্ন ধরনের ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অগ্নিকা-ে তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে গতকাল শুক্রবার সকলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আনোয়ার হোছাইন আকন্দ, উপজেলা চেয়ারম্যান আ খ ম শফিকুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অ্যাডভোকেট লতিফুর রহমান রতন, সাধারণ সম্পাদক মো: শহীদ ইকবাল, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের শান্তনা দেন এবং প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ক্ষতিগ্রস্ত দোকানীকে নগদ পাঁচহাজার টাকা করে আর্থিক সহায়তা দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেত্রকোনায়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ