পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ইনকিলাব ডেস্ক : পাকিস্তানকে পরমাণু অস্ত্র নির্মাণে সহায়তা দেবে চীন। ধারণা করা হচ্ছে, প্রতিবেশী ভারতকে চাপে রাখতেই চীনের এই পদক্ষেপ। চীনের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের সম্পাদকীয়তে এ খবর জানা যায়। অতি সম্প্রতি ভারত ‘অগ্নি ৫’ নামে একটি দূর পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। এরপর চীন যে বসে থাকবে না সেটাই স্বাভাবিক বলে মনে করেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। আর সে উদ্দেশ্যেই পাকিস্তানকে শক্তিশালী পরমাণু অস্ত্র তৈরি করতে সকল ধরনের সহায়তা করবে চীন। সম্প্রতি আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) অগ্নি ৫-এর চূড়ান্ত পর্যায়ের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করে ভারত। এর পরেই নিজেদের প্রতিক্রিয়ায় পাকিস্তানকে সাহায্য করার কথা জানায় চীনা সংবাদ মাধ্যম।
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে বরাবরই নিজেদের মতামত জানাতে ব্যবহার করে চীন প্রশাসন। কূটনৈতিক বাধ্যবাধকতার জন্য যেসব কথা সরাসরি সরকারিভাবে বলা যায় না, সেসব কথাই সংবাদ মাধ্যমের সম্পাদকীয়তে প্রকাশ করে চীন। এবারও ভারতকে চাপে রাখতে সেই পথ নিয়েছে বেইজিং। গ্লোবাল টাইমসের সম্পাদকীয়তে বলা হয়, ভারত একের পর এক আইসিবিএম-এর পরীক্ষা চালাচ্ছে। তাতে যদি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কোনও সমস্যা না থাকে, তাহলে ঠিক আছে। কিন্তু আমরা চুপ করে বসে থাকব না। পাকিস্তানও যাতে আরও দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে, তা নিশ্চিত করবে চীন। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।