বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুর জেলা সংবাদদাতা : গতকাল বৃহস্পতিবার বাদ জোহর আম বয়ানের মধ্য দিয়ে ফরিদপুরের আঞ্চলিক পর্বের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। তিন দিনের এ বিশ্ব ইজতেমায় কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লির আগমন হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি। ফরিদপুর সদর উপজেলার উত্তর আলিপুর ও চরআদমপুর গ্রামের কুমার নদের পাড়ে প্রায় ৬০একর জমির উপর ইজতেমার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হচ্ছে। ইজতেমা উপলক্ষে আজ সকাল থেকেই হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান ইজতেমা ময়দানে আসতে শুরু করেছে। ইজতেমায় আসা কয়েক লাখ ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ইজতেমা ময়দানে বিশুদ্ধ খাবার পানির, প্রায় ১হাজার কাঁচা-পাকা টয়লেট, ৪টি ওয়াচ টাওয়ার, ৪০টি সিসি ক্যামেরা, ৩টি মেডিকেল টিম রয়েছে। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ধরণের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। আগামি শনিবার আখেরী মোনাজাতের মধ্যে তিনদিনের আঞ্চলিক পর্বের ফরিদপুরের বিশ্ব ইজতেমা শেষ হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।