Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ও ধর্ম ব্যবসায়ী উভয় থেকে সতর্ক থাকুন -জৈনপুরী পীর সাহেব

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : সম্প্রতি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার মোহাম্মদপুর জামে মসজিদ মাঠে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তাফসির, বাইয়াত ও দোয়া করেন হজরত আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব। বিশেষ আকর্ষণ ছিল দুই সহোদর তরুণ ও শিশু বক্তা পীরজাদা সৈয়দ মেশকাতুর রহমান ও সৈয়দ হোমাইয়াদ মাবরুক জৈনপুরীর বয়ান। আরো ওয়াজ করেন আলহাজ প্রফেসর মাওলানা সোহরাব হোসেন প্রমুখ। বিশেষ অতিথি ছিলেন জৈনপুরী দরবার শরিফের জয়েন্ট সেক্রেটারি দেওয়ান মাহবুব আলী এনাম ও ডাক্তার আবদুল বারেক প্রমুখ। বয়ানে পীর সাহেব বলেন, যেই দেশের ৯৫ ভাগ বাসিন্দা মুসলিম, সেই দেশ নবীজি (সা:)-এর আদর্শভিত্তিক চলবে। বিভিন্ন ধরনের ইজম বা দলভিত্তিক চলতে পারে না। অথচ কতিপয় ব্যক্তি সমাজের মধ্যে বিভেদ ও অশান্তি সৃষ্টির চেষ্টায় নিয়োজিত থেকে অধর্মের বিষ ছড়িয়ে দেশকে বিভীষিকাময় করে তুলছে। যা অধিকাংশ দেশবাসীর আদৌ কাম্য নয়। সংখ্যাগুরু হোক আর সংখ্যালঘু হোক, সকলেরই ধর্ম রয়েছে। ধার্মিক ব্যক্তি ছাড়া আদর্শ দেশ ও সমাজ গড়া কিছুতেই সম্ভব নয়। অপর দিকে, ধর্মের নামে কিছু মূর্খ মানব ও ধর্মীয় দল কুরআন ও হাদিস শরিফের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত ও পথভ্রষ্ঠ করছে। আজ দিশেহারা মানুষকে সঠিক পথের সন্ধান প্রদানের মহান স্বার্থে এবং প্রভুর গ্রেফতারি ও আযাব-গজব থেকে দেশ ও জাতিকে বাঁচানোর তাগীদে আমি নীরব দর্শকের ভ‚মিকা পালন করতে পারি না। তাই দেশবাসীকে উদাত্ত আহŸান জানাই, আসুন আমরা ধর্মের প্রতি অন্ধ বিশ্বাসী না হয়ে পবিত্র কুরআন ও হাদিস প্রদর্শিত পথে চলি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্মে

১৬ নভেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ