Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষ ২টি টি-২০ ম্যাচেও একই স্কোয়াড

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৮ বলে মাত্র ১ রান-আউটও হয়েছেন সৌম্য সরকার বিচ্ছিরিভাবে। এক্সট্রা কভারে দিয়ে এসেছেন ক্যাচ। ওই ইনিংসে এতোটাই বিরক্ত হয়েছিলেন যে, পারফর্মহীন কোন ক্রিকেটারকে লম্বা সময় ধরে টেনে নেয়ার পক্ষে নয় বলে মিডিয়াকে জানিয়ে দিয়েছিলেন কোচ হাতুরুসিংহে। অথচ, সেই সৌম্য পেলেন আরো একটি সুযোগ,এবং সেই সুযোগকেও সদ্বব্যহার করতে পারেননি! প্রথম বলের মোকাবেলায় ফার্গুসনের ১৪৮ কিলোমিটার গতির কাছে পর্যুদস্ত হয়ে গালিতে দিয়েছেন ক্যাচ ০ রানে। রানহীন লম্বা সময় কাটানোর পরও সেই সৌম্যতেই রেখেছেন আস্থা টিম ম্যানেজমেন্ট। টি-২০ সিরিজের শেষ ২টি ম্যাচেও আছেন সৌম্য। শুধু সৌম্যই নয়, সিরিজের প্রথম টি-২০ ম্যাচের জন্য যে স্কোয়াডটি নির্বাচকরা ঘোষণা করেছিলেন,সেই স্কোয়াডই অপরিবর্তিত আছে সিরিজের শেষ ২টি টি-২০ ম্যাচে! মেহেদী হাসান মিরাজ হননি টি-২০ দলে বিবেচ্য।
শুধু স্কোয়াডই অপরিবর্তিত রাখা হয়নি, সিরিজে ফেরার ম্যাচেও অপরিবর্তিত রাখা হচ্ছে প্রথম টি-২০ ম্যাচের একাদশÑএমন আভাসই দেয়া হয়েছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। মুস্তাফিজুরকে বিশ্রাম দিয়ে দিয়ে খেলানোর কথা বলা হলেও মুস্তাফিজুরকে দেখা যাবে সিরিজের দ্বিতীয় ম্যাচেও এবং এই ম্যাচেও একজন স্পেশালিস্ট বোলারের ঘাটতি নিয়ে খেলবে বাংলাদেশ দল।
সিরিজের ট্রফি নিশ্চিত করতে ম্যাট হেনরীর পবিকর্তে অভিজ্ঞ বাঁ হাতি পেস বোলার ট্রেন্ট বোল্টকে ফিরিয়ে আনছে নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট। মাউঙ্গানুইয়ের উইকেট কিছুটা সেøা হওয়ায় আজ বেন হুইলারের পরিবর্তে দেখা যেতে পারে স্পিনার ইস সোধিকে।
শেষ দুই টি-২০ ম্যাচে বাংলাদেশ স্কোয়াড : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামীম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাাফিজুর রহমান, শুভাগত হোম চৌধুরী, শুভাশীষ রায়, তাইজুল ইসলাম, নুরুল হাসান সোহান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেষ

২০ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ