Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নগরী পরিচ্ছন্নতায় নানান শ্রেণী-পেশার মানুষ

প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : নগরীর পরিচ্ছন্নতা কাজে অংশ নিলেন এভারেস্টজয়ী বাংলাদেশের প্রথম নারী, জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী, সাংবাদিকসহ নানা শ্রেণী-পেশার মানুষ। এ কর্মসূচির মাধ্যমে নগরীকে পরিচ্ছন্ন রাখতে নগরবাসীর প্রতি আহ্বান জানালেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। গতকাল (মঙ্গলবার) রাজধানীর বঙ্গবাজার মোড় সংলগ্ন প্রত্যাশা ভাস্কর্যের সামনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ আয়োজিত পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে মেয়র নগরীর প্রত্যেকটি মানুষকে আগামী ভালোবাসা দিবসে নগর পরিচ্ছন্ন রাখতে এক ঘণ্টা সময় পরিচ্ছন্ন কাজে ব্যয় করার অনুরোধ জানান।
মেয়র বলেন, ঢাকা শহর পর্বতসমান সমস্যায় জর্জরিত। অনেকে মনে করে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব নয়। কিন্তু এটা ঠিক চিন্তা না। কেননা নিশাত মজুমদারের মতো বাঙ্গালী নারী এভারেস্ট জয় করে আমাদের শিখিয়েছেন কোনো কিছুই অসম্ভব নয়।
মেয়র আরো বলেন, পুরনো ঐতিহ্যের ঢাকা শহরকে আবার পূর্বের মতো গড়ে তুলতে আমরা কার্যক্রম শুরু করেছি। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে ২০১৬ সালকে পরিচ্ছন্ন বছর ঘোষণা করেছি। আমরা ময়লা-আবর্জনাযুক্ত এই শহরকে যে কোনো মূল্যে পরিচ্ছন্ন এবং পরিপাটি শহর হিসেবে গড়ে তুলবো। তখন ঢাকা শহরকে সবাই উদাহরণ হিসেবে গ্রহণ করবে। আমরা সুন্দর নগর নিশ্চিত করতে চাই। ভাবনা জগতে পরিবর্তন আনতে চাই। রাজনীতিতে সুস্থতা চাই। একই সঙ্গে তিনি ডিএসসিসির নিয়ম মেনে সন্ধ্যা ৭টার পর বাসাবাড়ির আবর্জনা ডাস্টবিনে ফেলার আহ্বান জানান। এভারেস্টজয়ী বাংলাদেশের প্রথম নারী নিশাত মজুদার বলেন, আমরা সবাই পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব এবং বাসযোগ্য নগরী চাই। কিন্তু আমরা নিজেরা বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে কাজ করি না। ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশন বিশেষ কার্যক্রম শুরু করেছে। নগরবাসীর দায়িত্ব এই কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করা। প্রত্যেক নগরবাসীকে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার অনুরোধ জানিয়ে নিশাত বলেন, আমরা আমাদের ঘরবাড়ি, আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখলে ধীরে ধীরে আমাদের শহর পরিচ্ছন্ন, পরিপাটি এবং বাসযোগ্যতা ফিরে পাবে। নিজের ঘরবাড়ির মতো শহরকেও ভালোবাসার আহ্বান জানান তিনি। এভাবে কাজ করতে পারলে এক বছরের মধ্যে ঢাকা শহর পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে উঠবে।
জনপ্রিয় অভিনেতা আরফান আহমেদ বলেন, ডিএসসিসি মেয়র নগর বাউল সেজে ঢাকাবাসীকে পরিচ্ছন্ন শহর গড়ার আহ্বান জানাচ্ছে। আমরা সকলে মেয়রের ডাকে সাড়া দিয়ে নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করলে অবশ্যই ঢাকা শহর আবর্জনামুক্ত হবে।
জনপ্রিয় টিভি অভিনেত্রী ও মডেল মৌনিতা খান ঈশানা বলেন, আমরা সবাই ঢাকা শহরে বাস করি। এই শহরকে আমাদেরই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। তিনি ডিএসসিসির পরিচ্ছন্ন বছর ২০১৬ বাস্তবায়ন করতে নগরবাসীর প্রতি অনুরোধ জানান। নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমিতোষ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ডিএসসিসির ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন রতন, ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ রোকসানা ইসলাম চামেলী, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন (নৌ) রকিব উদ্দিন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ-এর সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক রেজা করিম, অর্থ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মতিন আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক খালিদ সাইফুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক রিয়াজ উদ্দিন, কার্যনির্বাহী সদস্য সায়ীদ আবদুল মালিক, শাহেদ শফিক প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নগরী পরিচ্ছন্নতায় নানান শ্রেণী-পেশার মানুষ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ