Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিরেই শফিউলের জোড়া আঘাত ০ ডলার-সাদ্দামের ৫ উইকেট সাইফের দিনটি তান্নারও

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : তার সতীর্থ সাবেক অধিনায়ক এখন খেলছেন জাতীয় দলে। সাফল্যমÐিত অভিষেকই হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। সেই একই পথে কি এগুচ্ছেন বর্তমান অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক? সাইফ হাসানের টানা দ্বিতীয় শতকে বরিশালের বিপক্ষে প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে রেখেছেন ঢাকাকে। তার সঙ্গে শতরানের দারুণ এক জুটি গড়েছেন তাইবুর রহমান। জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ ও শেষ রাউন্ডের প্রথম দিনের খেলা শেষে ঢাকার সংগ্রহ ৩ উইকেটে ৩০০ রান। সাইফ ১৩১ ও তাইবুর ৭০ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ৩৫.২ ওভারে ১২৬ রানের জুটি গড়েছেন এই দুই জনে। দ্বিতীয় শতক পাওয়া সাইফের ২৬৫ বলের ইনিংসটি গড়া ১৫টি চার ও একটি ছক্কায়।
গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম স্তরের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। প্রথম বলেই রনি তালুকদারকে হারায় তারা। ১০০ রানের জুটিতে প্রাথমিক ধাক্কা সামাল দেন সাইফ ও জাহিদুজ্জামান। ৬টি চারে ৫৭ রান করা উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে ফিরিয়ে ৩৩ ওভার স্থায়ী জুটি ভাঙেন তৌহিদুল ইসলাম। সাইফের সঙ্গে ৭৪ রানের আরেকটি ভালো জুটি গড়ে ফিরে যান রকিবুল হাসান। দিনের বাকি সময়ে আর কোনো সাফল্য পায়নি বরিশাল। সাইফ-তাইবুরের ব্যাটে প্রথম দিনই তিনশ ছোঁয়া ঢাকার নজর আরও উঁচুতে।
পঞ্চর রাউন্ড শেষে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে খুলনা। ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ঢাকা শিরোপার আশা এখনও টিকিয়ে রেখেছে। ৩২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকা বরিশালের লড়াই প্রথম স্তরে থেকে যাওয়া নিয়ে। ২৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে থাকা ঢাকা মেট্রোর চেয়ে খানিকটা এগিয়েই আছে তারা।
এদিকে, প্রথম শ্রেণির ক্রিকেটে ইমতিয়াজ হোসেনের অষ্টম শতকে প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে রয়েছে সিলেট। চট্টগ্রামের বিপক্ষে অর্ধশতক পেয়েছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান রাজিন সালেহ ও অলক কাপালী। জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ ও শেষ রাউন্ডের ম্যাচের প্রথম দিনের খেলা শেষে সিলেটের সংগ্রহ ৪ উইকেটে ৩০৯ রান। অধিনায়ক কাপালী ৫৬ ও জাকের আলী ৩৭ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে দুই জনে গড়েছেন ৫৮ রানের জুটি।
গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জাতীয় লিগের দ্বিতীয় স্তরের এই ম্যাচে টস জিতে ব্যাট করতে শুরুটা ভালো হয়নি সিলেটের। ৩৮ রানের মধ্যে ফিরে যান দুই উদ্বোধনী ব্যাটসম্যান। তৃতীয় ওভারে ৪২ ওভারে ১৫৩ রানের জুটিতে প্রাথমিক ধাক্কা সামলে দলকে ভালো অবস্থানে নিয়ে যান ইমতিয়াজ-রাজিন। ৪টি চার ও একটি ছক্কায় ৫৮ রান করা রাজিনকে বোল্ড করে সিলেটের প্রতিরোধ ভাঙেন তাসামুল হক। ফিরে যাওয়ার আগে কাপালীর সঙ্গে ৬০ রানের আরেকটি ভালো জুটি গড়েন ইমতিয়াজ। ২১১ বলে ১১টি চার ও একটি ছক্কায় ১৩৪ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান। অভিষেকে ১০৮ রানে ২ উইকেট নেন নাঈম হাসান।
দ্বিতীয় স্তরের সেরা দল হয়ে প্রথম স্তরে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই দল দুটির। পাঁচ রাউন্ড শেষে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্তরে তিন নম্বরে রয়েছে চট্টগ্রাম। ২৫ পয়েন্ট নিয়ে সবার নীচে সিলেট। ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর, ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রাজশাহীও সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রংপুর-রাজশাহীর ম্যাচটিতে উল্লাস করেছে বোলাররা। মোহাম্মদ সাদ্দামের ৫ উইকেটে রাজশাহীকে ১৯১ রানে বেঁধে ফেলেও স্বস্তিতে নেই রংপুর। নাঈম ইসলামের দল প্রথম দিন শেষে করেছে ৪ উইকেট হারিয়ে ৮৯ রানে। তবে ক্রিকেটের জন্য ভালো সংবাদ হচ্ছে এই চার উইকেটের দুটি শিকার জাতীয় দলের তারকা পেসার শফিউল ইসলামের। ইনজুরি কাটিয়ে ফেরা এই পেসার গতকাল বল করেছেন মোট ৮ ওভার। একটি মেডেনসহ ৩৪ রান দিয়ে তুলেছেন ঐ দুই উইকেট।


স ং ক্ষি প্ত স্কো র (১ম দিন শেষে)
খুলনা-ঢাকা মেট্রো
খুলনা প্রথম ইনিংস : ৬১.৪ ওভারে ২০৭/১০ (বিজয় ৬২, তুষার ২৪, মিঠুন ৩৬, রাজ্জাক ৩৪৮, রনি ২/৪৪, ডলার ৫/৫৩, শরিফুল্লাহ ১/৩৬, সানি ২/৬১)। ঢাকা মেট্রো প্রথম ইনিংস : ১১ ওভারে ৩৭/৩ (শুভ ১৪ ব্যাটিং, আসিফ ১২, মার্শাল ৩, মেহরাব জুনি. ১ ব্যাটিং; আল-আমিন ১/১৫, আশিক ১/১২, জিয়া ১/১৩)
ঢাকা-বরিশাল
ঢাকা প্রথম ইনিংস : ৯০ ওভারে ৩০০/৩ (জাহিদ ৫৭, সাইফ ১৩১*, রকিবুল ৩৮, তাইবুর ৭০*; তৌহিদ ২/৪৫, মনির ১/৭৭)।

রাজশাহী-রংপুর
রাজশাহী প্রথম ইনিংস : ৫৪.২ ওভারে ১৯১/১০ (মাইশুকুর ৩২, জহুরুল ২০, ফরহাদ হোসেন ৫৯, সানজামুল ২৪, ফরহাদ রেজা ২২; বাবু ১/৩২, সাজেদুল ২/৪৬, সাদ্দাম ৫/৫৭, আরিফ ২/৩৭)। রংপুর প্রথম ইনিংস : ২৬.৩ ওভারে ৮৯/৪ (লিটন ৪১ ব্যাটিং, নাঈম ২৬; শফিউল ২/৩৪, ফরহাদ রেজা ২/৩২)
সিলেট-চট্টগ্রাম
সিলেট প্রথম ইনিংস : ৯১ ওভারে ৩০৯/৪ (ইমতিয়াজ ১৩৪, রাজিন ৫৮, কাপালী ৫৬*, জাকের ৩৭*; নাঈম ২/১০৮, তাসামুল ১/৪, কামরুল ১/৫১)

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ