পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (এমডিবি) সম্প্রতি সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি (সিএসআর) ‘স্বপ্ন যাত্রা’র অংশ হিসাবে বগুড়া জেলার বিভিন্ন উপজেলার সুবিধা বঞ্চিত মেধাবী স্কুল ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ করেছে। এ উপলক্ষে গতকাল বগুড়ায় অনুষ্ঠিত দুটি পৃথক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান-উজ জামান, বগুড়ার জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, বগুড়ার পৌর মেয়র এ কে এম মাহবুবুর রহমান এবং ব্যাংকের প্রধান কর্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ এলাকার অন্যনা গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জেলার বিভিন্ন উপজেলার মোট ২৯ জন সুবিধা বঞ্চিত মেধাবী স্কুল ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বনিক সমিতির প্রেসিডেন্ট মাসুদুর রহমান মিলন, বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিসের জয়েন্ট ডিরেক্টর মো. আব্দুর রোউফ এবং ব্যাংকের বগুড়া শাখার প্রধানসহ অত্র এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।