Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

বাছাইপর্বের শুরুতেই অঘটন

প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : বাঁ হাতে করেন ব্যাটিং, ডান হাতে বোলিংÑ সেই রোহান মোস্তফার অল রাউন্ড পারফরমেন্সে (৭৭ রান ও ৩/১৯) বাজিমাত! আইসিসি’র টি-২০ র‌্যাংকিংয়ে যে দলটির অবস্থান ৯ নম্বরে, গত বছর ১১ টি-২০’র ৯টিতে হেসেছে আফগানিস্তান, এশিয়া কাপের বাছাইপর্বের উদ্বোধনী ম্যাচে সেই আফগানিস্তানই কি-না টি-২০ র‌্যাংকিংয়ে সর্বনিম্ন স্থানে (১৬তম) থাকা দল সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আপসেটের শিকার। হেরে গেছে ১৬ রানে আফগানিস্তান!
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে গতকাল এশিয়া কাপের বাছাইপর্বের উদ্বোধনী ম্যাচে শুরু থেকে শেষÑ পুরোটাই ছিল সংযুক্ত আরব আমিরাতের পক্ষে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে আফগান বোলারদের উপর চাবুক চালিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ওপেনিং পার্টনারশিপ, ৫৩ বলে ৮৩ রানের ওপেনিং পার্টনারশিপ দেখিয়েছে বড় স্কোরের স্বপ্ন। সে স্বপ্নভঙ্গ হতে দেননি মিডল অর্ডাররা। আফগান বোলারদের উপর চাবুকটা একটু বেশিই চালিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পাকিস্তানী বংশোদ্ভূত ২৭ বছর বয়সী বাঁ হাতি ওপেনার রোহান মোস্তফা। ৫ম ওভারে আমির হামজাকে বাগে পেয়ে ২ ছক্কা ১ চারে সেই যে ছন্দ পেয়েছেন, তাতে পুড়ে ছারখার আফগান বোলিং এ্যাটাক। ক্যারিয়ারের প্রথম ফিফটিতে লেগেছে তার ৩১টি বল, ৫০ বলে ৭ চার ৪ ছক্কায় শোভিত ইনিংসটি তার ৭৭। স্কোরটা আরো বড় হতে পারতো। তবে আমির হামজাকে স্কোয়ার লেগের উপর দিয়ে ছক্কার শট নিতে যেয়ে ক্যাচে সঁপে দিয়েছেন নিজেকে।
বাধ্যতামূলক পাওয়ার প্লে’র প্রথম ৬ ওভারেই ম্যাচের ব্যবধান নির্ণীত করেছে সংযুক্ত আরব আমিরাতের। প্রথম ৬ ওভারে সংযুক্ত আরব আমিরাতের স্কোর যেখানে ৬৪/০, সেখানে টপ অর্ডারদের ব্যর্থতায় আফগানিস্তানের স্কোর ৩৯/৩! তারপরও করিম সাদিকের আন্তর্জাতিক টি-২০’র ক্যারিয়ার সেরা ৭২ রানের ইনিংসে লড়াইটা জমিয়ে তুলেছিল আফগানরা। শেষ ১৮ বলে ৪১ কে এক সময় অসম্ভব মনে হয়নি। তবে নজিবুল্লাহ জাদরানের রান আউট এবং শেষ ওভারে ম্যাচের নায়ক রোহান মোস্তফার ৩ উইকেটে (৩/১৯) ফতুল্লায় উৎসবে ফেটে পড়েছে সংযুক্ত আরব আমিরাত। লড়াইটি ছিল পাকিস্তানের ২ লিজেন্ডারী ইনজামাম উল হক এবং আকিব জাভেদেরও। এই লড়াইয়ে আফগান কোচ ইনজামামকে হারিয়ে দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের কোচ আকিব জাভেদ। বাছাইপর্বের প্রথম ম্যাচ জিতে মূল পর্বে এক পা দিয়ে রেখেছে সংযুক্ত আরব আমিরাত। তবে এতোটা সহজ মনে করছেন না আকিভ জাভেদ। ওমান, হংকংয়ের বাধা পেরুনোর আগে নির্ভার হতে পারছেন না তিনি।
সংযুক্ত আরব আমিরাত ঃ ১৭৬/৪ (২০.০ ওভারে), রোহান মোস্তফা ৭৭, কালিম ২৫, ওসমান মোস্তাক ২৩ (অপ.), শাহাজাদ ২৫ (অপ.), রশিদ খান ৩/২৫, আমির হামজা ১/৩২।
আফগানিস্তান ঃ ১৬০/১০ (১৯.৫ ওভারে), করিম সাদিক ৭২, মোহাম্মদ নবী ২৩, নাজিবুল্লাহ জাদরান ২১, নাভেদ ২/২৯,ফাহান ২/২৮, রোহান মোস্তফা ৩/১৯।
ফল ঃ সংযুক্ত আরব আমিরাত ১৬ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ ঃ রোহান মোস্তফা (সংযুক্ত আরব আমিরাত)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাছাইপর্বের শুরুতেই অঘটন

২০ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ