নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : একবার ভাবুনতো মাত্র ১৫ সেকেন্ডের মূল্য কত হতে পারে। অবিস্বাশ্য হলেও পরিমানটা হল ১.১ মিলিয়ন ইউরো! বাংলা টাকায় যার পরিমান প্রায় সাড়ে নয় কোটি টাকা। তার মানে প্রতি সেকেন্ডে হিসাবটা দাঁড়ায় ৬৩ লাখ টাকার কাছাকাছি। এই মুহুর্তে বিশ্বের সবচেয়ে বেশি রোজগার করা ফুটবলারের আয় এটি। সেই তিনি হলেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। না, ক্লাব তাকে এই বেতন দেয় না। মাত্র ১৫ সেকেন্ডের একটি বিজ্ঞাপনচিত্রে অংশ নিয়ে এই পরিমান অর্থ আয় করেছিলেন পর্তুগিজ তারকা। খবরটি ফাঁস করেছে ফুটবল লিকস।
ঘটনাটা ২০১৩ সালের। সৌদি আরবের একটি টেলিকম কোম্পানির বিজ্ঞাপনচিত্রে অংশ নিয়ে এই বিশাল অঙ্কের টাকা পেয়েছিলেন তিনি। তবে বিজ্ঞাপন চিত্রটির দৈর্ঘ্য ১৫ সেকেন্ড হলেও এর পিছনে খাটতে হয়েছিল আরো বেশি। সেই সাথে পরিশ্রমের তালিকায় ছিল পাঁচটি টি-শার্টে অটোগ্রাফ দেওয়া ও টুইটারে দুটি পোষ্ট! ভক্তদেরও সময় দিতে হয়েছিল তাঁকে। একজন ব্যস্ত ফুটবলারের জন্য এটিই বা কম কিসে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।