Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাওলানা মুহিউদ্দীন খান ছিলেন বিশ্ব মুসলিমের সম্পদ -মাওলানা উবায়দুর রহমান খান নদভী

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

গফরগাঁও উপজেলা সংবাদদাতা ঃ দৈনিক ইনকিলাব এর সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী বলেন, মাসিক মদীনার প্রতিষ্ঠাতা সম্পাদক মাওলানা মুহিউদ্দীন খান বিশ্ব-মুসলিমের সম্পদ ছিলেন। তিনি প্রকৃত অর্থে আন্তর্জার্তিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি। তিনি বলেন, বৃহত্তর ময়মনসিংহবাসী তাকে নিয়ে গৌরব করতে পারে। বাংলাদেশে ইসলাম বিজয়ের জন্য কাজ করে গেছেন তিনি। এখন ইসলামের আন্দোলনের জন্য তার কাছে প্রেরণা নিতে পারে। গতকাল শনিবার গফরগাঁও উপজেলার ৯নং পাঁচবাগ ইউনিয়নের আনসারনগর দারুল কোরআন মাদরাসা ও ইয়াতীমখানা উদ্যোগে আনসার নগর দারুল কোরআন মাদরাসা ময়দানে ইসলামী সম্মেলন ও দোয়া মাহফিল উল্লেখিত কথা বলেন দৈনিক ইনকিলাব এর সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী। হোসেনপুর বাজার জামে মসজিদের খতীব মাওলানা নছরত উল্লাহর সভাপতিত্বে উক্ত সম্মেলনে ওয়াজ ফরমাইয়াছেন, সাপ্তাহিক মুসলিম জাহানের সম্পাদক মোস্তফা মইনুদ্দীন খান, মদিনা পাবলিকেশন লিঃ এর মর্তুজা বশির উদ্দিন খান, মাসিক মদীনার সম্পাদক আহমদ বদরুদ্দীন খান, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা হাফেজ মিজানুর রহমান, মাওলানা মুফতি আবুল হাসান শামসাবাদী, মাওলানা মুফতি ইমাদউদ্দীন, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাওলানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ