Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জামেয়া কাসেমিয়া মাদরাসার ওয়াজ মাহফিলে বক্তাগণ পবিত্র কুরআন-ই মানব জাতির ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : নরসিংদী জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসার দুই দিনব্যাপী ৪১তম বার্ষিক ওয়াজ মাহফিল গত বৃহস্পতিবার রাতে শেষ হয়েছে। দ্বিতীয় দিন প্রধান অতিথি ছিলেন নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মন্জুর এলাহী। সভাপতিত্ব করেন বোরহান উদ্দিন ভূইয়া ওরফে পন্টু ভূইয়া। উদ্বোধন করেন দারুল ওহী ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ ইমাম হোসেন। ওয়াজ করেন জামেয়া কাসেমিয়ার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দিন আব্দুল্লাহ জাফরী, ড. মুফতি আবুল কালাম আজাদ বাশার, কামরুল ইসলাম সাঈদ আনসারী, আবুল কালাম আজাদ, মোহাম্মদ নাজমুল ইসলাম।
বক্তাগণ বলেন, পবিত্র আল-কুরআনই মানব জাতির ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। কুরআনের আদেশ ও নিষেধকে মেনে চললে মানুষ ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক জীবনের উন্নতির স্বর্ণশিখরে অধিষ্ঠান পাবে। কিন্তু দুঃখের বিষয় আমাদের জীবনে কুরআন ও সুন্নাহ নেই। কালিমার দাওয়াত থেকে আমরা পিছিয়ে পড়েছি বলেই আমরা আমাদের জীবনের সর্বস্তর থেকে পিছিয়ে পড়েছি। আমাদের নবী (সা:) কালেমার দাওয়াত থেকে কখনো পিছপা হননি। শত জুলুম অত্যাচার সহ্য করেও তিনি দাওয়াতের কাজ চালিয়ে গেছেন। রাসুল (সা:)’র এই ত্যাগের কারণেই আমরা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম পেয়েছি। পেয়েছি পবিত্র কুরআন। এই পবিত্র কুরআনকে আমরা যত ভুলে যাবো আমাদের বিপদ ততই ঘনীভূত হবে। আর কুরআনের পথ ধরে এগিয়ে গেলে আমাদের ইহ ও পারলৌকিক দুই জীবনই সমৃদ্ধ হবে। প্রথম দিন প্রধান অতিথি ছিলেন আব্দুল কাদির মোল্লা, সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। ওয়াজ করেন শায়েখ শেখ আবু নসর আশরাফি, ড. আ ন ম রফিকুর রহমান আল মাদানী, মাহমুদুল হাসান আল মাদানী, মুফতি কাজী ইব্রাহিম, দেলোয়ার হোসেন আল মাদানী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জামেয়া

১৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ