বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আগামী ১৩ জুন থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শোকরিয়া প্রকাশ করেছেন আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার শিক্ষক পরিষদ। গতকাল বৃহস্পতিবার শিক্ষক মিলনায়তনে পরিষদের সভাপতি ও প্রিন্সিপাল মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এজন্য শিক্ষা মন্ত্রীকে অভিনন্দন জানানো হয়।
সভায় বলা হয়, করোনার কারণে গত বছরের মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সরাসরি পাঠদান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বর্তমানে সরকারী-বেসরকারী সকল অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান ও মিল-কারখানা স্বাস্থ্যবিধি মেনে চলমান রয়েছে। দীর্ঘ প্রায় ১৬ মাস যাবত একটানা সরাসরি পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের জীবন ধ্বংসের পথে এবং লেখাপড়ায় অপূরণীয় ক্ষতি হয়েছে।
এ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে সরকারী নির্দেশনা মোতাবেক শিক্ষার্থীদের লেখা-পড়ার স্বার্থে সকল শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসা, স্কুল, কলেজ ও কারিগরী শিক্ষা এবং বিশ^বিদ্যালয়ে পাঠদানের জন্য ঘোষিত তারিখ পরিবর্তন না করার জন্য অনুরোধ জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।