Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

দেড়শ’ ভরি স্বর্ণের গয়না লুট

সাভারে দোকানে সুড়ঙ্গ কেটে

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : ঢাকার সাভারে একটি সুপার মার্কেটের স্বর্ণের দোকানে সুড়ঙ্গ কেটে দেড়শ’ ভরি তৈরি বিভিন্ন গয়না, নগদ টাকাসহ প্রায় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
সাভার বাজার বাসস্ট্যান্ডের চৌরুঙ্গী সুপার মার্কেটের নিচতলায় অবস্থিত ‘দি মোহনা জুয়েলার্স’-এ শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, চৌরুঙ্গী সুপার মার্কেটের নিচতলায় ‘বাঁধন সু’ জুতার দোকানের তালা ভেঙে ডাকাতরা ভেতরে প্রবেশ করে। পরে মাঝের দেয়ালে সুড়ঙ্গ কেটে স্বর্ণের দোকানে প্রবেশ করে সব মালামাল নিয়ে যায়। তবে জুতার দোকানে নতুন তালা লাগিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনার সাথে মার্কেটের নিরাপত্তা কর্মীরা জড়িত রয়েছে বলে ধারণা করছে পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিরাপত্তা কর্মী হান্নান ও নিরাপত্তা সুপারভাইজার আমির হোসেনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করলেই আসল তথ্য বেরিয়ে আসবে বলেন এসআই।
দি মোহনা জুয়েলার্সের ব্যবস্থাপক চিত্তরঞ্চন সরকার জানান, পাশের জুতার দোকান থেকে একজন মানুষ ঢুকতে পারে এমন সাইজের সুড়ঙ্গ তৈরি করে স্বর্ণের দোকানে প্রবেশ করেছে। তাদের প্রায় দেড়শ’ ভরি স্বর্ণের গয়না ও নগদ টাকাসহ প্রায় কোটি টাকার মাল লুট হয়েছে বলে তিনি দাবি করেন।
তার ধারণা, মার্কেটের নিরাপত্তা কর্মী আর জুতার দোকানের কোনো কর্মচারী এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে। কারণ জুতার দোকানে নতুন তালা লাগানো ছিল।
তবে ‘বাঁধন সু’ জুতার দোকানের মালিক সত্ত বাবু জানান, তার দোকানের শার্টারের তালা কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে। পরে দেয়াল ভেঙে সুড়ঙ্গ তৈরি করে স্বর্ণের দোকানে ঢুকে লুট করে নিয়ে যায়। তবে তার জুতার দোকানের কিছু খোয়া যায়নি বলে তিনি জানিয়েছেন।
তিনি বলেন, দুর্বৃত্তরা এক শার্টারের তালা কেটে ভেতরে ঢুকে পরে যাওয়ার সময় নতুন তালা লাগিয়ে রেখে যায়। অন্য শার্টারের তালা খুলে আমরা ভেতরে ঢুকেছি।
আটকের আগে চৌরুঙ্গী সুপার মার্কেটের নিরাপত্তা সুপারভাইজার আমির হোসেন জানান, তাদের নিরাপত্তা কর্মী হিরালাল মধ্য রাতের দিকে মার্কেটের মূল গেট খুলে রেখে চাবি আমাকে বুঝিয়ে দেয়। ভোর ৬টায় তার দায়িত্ব হস্তান্তরের সময় থাকলেও সে না বলে ভোর রাত ৪টার দিকে চলে যায়। বিষয়টি মার্কেট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
গতকাল সকাল ৯টার দিকে মার্কেটের ব্যবসায়ীরা দোকান খোলার পর ঘটনাটি ধরা পড়ে। তার ধারণা, মধ্য রাত থেকে ভোর পর্যন্ত কোনো এক সময় এ ঘটনাটি ঘটেছে।
তখন রাতের পালার নিরাপত্তা কর্মী হিরালালকে মুঠফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, এটা ডাকাতি নয়, চুরিও নয়, এটা তাদের কোনো কারসাজি থাকতে পারে। খুব বেশি হলে ১০-১২ ভরি স্বর্ণালঙ্কার খোয়া গেছে। তারপরও আমরা তদন্ত করে দেখছি।
এদিকে চৌরুঙ্গী সুপার মার্কেটটিতে রাতে নিরাপত্তায় ছয়জন দায়িত্ব পালন করেছিল। তাদের মধ্যে দুইজনকে পুলিশ আটক করেছে। অন্য চারজন হিরালাল, মঞ্জু, শাহজাহান ও কাশেম পলাতক রয়েছে। এ ঘটনায় ওই মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বর্ণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ