Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

পাল্টা পদক্ষেপ না নেয়ায় পুতিনকে স্মার্ট বলে প্রশংসা করলেন ট্রাম্প

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কূটনীতিক বহিষ্কার নিয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়া নতুন করে টানাপোড়েন দেখা দিয়েছে। রুশ কূটনীতিকদের যুক্তরাষ্ট্র ত্যাগ করার নির্দেশের পর পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের বহিষ্কার না করার ঘোষণায় রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় ট্রাম্প জানান, তিনি সব সময়ই জানতেন, রাশিয়ান নেতা ভীষণ স্মার্ট একজন মানুষ। যদিও রিপাবলিকান সিনেটর ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী জন ম্যাককেইন বলেছেন, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সাইবার কার্যক্রমে যে যোগসূত্র পাওয়া যাচ্ছে, তা যুদ্ধের শামিল এবং এজন্য যুক্তরাষ্ট্রের উচিত রাশিয়াকে মূল্য দিতে বাধ্য করা। এর আগে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় মস্কো মার্কিন ডেমোক্রেটিক পার্টির ই-মেইল হ্যাক করেছে বলে অভিযোগ তুলে ওয়াশিংটন ৩৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করে। জবাবে মার্কিন কূটনীতিকদের বহিষ্কারের জন্য আনুষ্ঠানিক পরামর্শ দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র দফতর। রাশিয়ার দিকে থেকে একই ব্যবস্থা নেয়ার কথা বলা হলেও পরে প্রেসিডেন্ট পুতিন ঘোষণা দেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করার জবাব হিসেবে রাশিয়া কোনো মার্কিন কূটনীতিককে এখনই বহিষ্কার করবে না। তিনি আরও বলেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে তিনি আগামী মাসে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্বভার গ্রহণ পর্যন্ত অপেক্ষা করবেন। আগামী ২০ জানুয়ারি দায়িত্বভার গ্রহণ করবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্লেখ্য, নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ওয়াশিংটন ডিসি এবং সান ফ্রান্সিসকো কনসুলেটের ৩৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করে ৭২ ঘণ্টার মধ্যে সপরিবারে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেন। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রক্রিয়াকে ‘খেলো’ করার চেষ্টার জন্য যারা দায়ী এসব পদক্ষেপ তাদের জন্যই নেওয়া হয়েছে। তবে মার্কিন প্রশাসনের এসব অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করে আসছে রুশ কর্তৃপক্ষ। ওই বহিষ্কারাদেশের পর মনে করা হচ্ছিল রাশিয়াও মার্কিন কূটনীতিকদের বহিষ্কার করবে। কিন্তু শুক্রবার রুশ প্রেসিডেন্ট স্পষ্ট করে জানিয়েছেন, আমরা আর কাউকে বহিষ্কার করতে চাই না। অপর দিকে ক্রেমলিনের ওয়েবসাইটে দেওয়া ভøাদিমির পুতিনের বিবৃতিতে আরও বলা হয়, নতুন বছরের ছুটির সময়ে মার্কিন কূটনীতিকরা পরিবার ও ছেলেমেয়ে নিয়ে যেসব জায়গায় ছুটি কাটাচ্ছেন, সেগুলোও তারা বন্ধ করছেন না। তিনি বরং ওই কূটনীতিকদের সপরিবারে ক্রেমলিনে বড়দিনের উৎসবে আমন্ত্রণ জানিয়েছেন। বিবৃতিতে পুতিন জানিয়েছেন, তিনি ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ পর্যন্ত অপেক্ষা করতে চান। নতুন মার্কিন প্রশাসনের নীতির ওপরই নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ। পুতিনের ওই বিবৃতির পর ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় বলেছেন, পাল্টা জবাব দিতে সময় নেওয়াটা (ভভøাদিমির পুতিনের) এক মহৎ পদক্ষেপ। আমি আগে থেকেই জানতাম, তিনি খুবই স্মার্ট!’ ট্রাম্প বরাবরই ওবামা প্রশাসনের তীব্র সমালোচনা করে পুতিনকে প্রশংসা করে আসছে। এর আগে নির্বাচনী প্রচারণা চলার সময় তিনি বলেছিলেন, ‘ভøাদিমির পুতিন আমাদের প্রেসিডেন্ট থেকে অনেক ভালো নেতা।’ ধারণা করা হচ্ছে, আগামী মার্কিন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর ‘ঠা-া যুদ্ধ’ পরবর্তী সময়ে সবচেয়ে কাছাকাছি আসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। বিবিসি, রয়টার্স।



 

Show all comments
  • Anower ১ জানুয়ারি, ২০১৭, ১১:১৬ এএম says : 0
    He is right
    Total Reply(0) Reply
  • তারেক মাহমুদ ১ জানুয়ারি, ২০১৭, ১১:৩০ এএম says : 0
    ট্রাম্প ক্ষমতা নিয়ে দু’দেশের সম্পর্কের আবার উন্নতি হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ