Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

তৃণমূল কংগ্রেস এমপি তাপস পাল গ্রেফতার

| প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক :  চার ঘণ্টা টানা জেরার পর গ্রেফতার হলেন ভারতের তৃণমূল কংগ্রেসের এমপি অভিনেতা তাপস পাল। গতকাল সকালে তাকে গ্রেফতার করে দেশটির গোয়েন্দা সংস্থা সিবিআই।
তাপস পাল বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক হিসেবেও পরিচিত। বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির সঙ্গে ঘনিষ্ঠ যোগসাজসের জন্য কলকাতার সিজিও কমপ্লেক্স থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে সিবিআইয়ের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তৃণমূলের এই এমপি। জেরার সময় বয়ানে অসঙ্গতি মেলে। তারপরই তাপস পালকে গ্রেফতারের সিদ্ধান্ত নেন গোয়েন্দারা।
সূত্রে জানা যায়, টলিউডে গৌতম কু-ুকে আনেন তাপস পাল। রোজভ্যালি ফিল্ম ডিভিশনের ডিরেক্টর ছিলেন তাপস পাল। চিটফান্ড ব্যবসায় গৌতমকে সাহায্য করেন তাপস পাল। গৌতম কু-ুর সঙ্গে নদীয়ার এক তৃণমূল নেতার পরিচয় করিয়ে দেন তৃণমূলের এমপি। জেরায় বেশ কয়েকটি প্রশ্নের উত্তর এড়িয়ে যান তাপস। বেশ কয়েকটি নথি নিয়েও তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
রোজভ্যালি এন্টারটেইনমেন্ট এবং ফিল্ম ডিভিশনের সঙ্গে যুক্ত ছিলেন তাপস পাল এবং তার স্ত্রী দু’জনই। সেই সূত্রে বিপুল অঙ্কের আর্থিক লেনদেন হয়। তদন্তে এই সূত্র উঠে আসে সিবিআই গোয়েন্দাদের হাতে। গতবছর মার্চে তৃণমূলের এই এমপির দক্ষিণ কলকাতার বাড়িতে তল্লাশিও হয়। বাজেয়াপ্ত হয় বেশকিছু নথি।
ফের জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই দফতরে তলব করা হয় তাকে। গত মঙ্গলবার তাকে নোটিস পাঠানো হয়। তাপস পালের বাড়ি গিয়ে নোটিস দিয়ে আসেন সিবিআইয়ের প্রতিনিধি। করা হয়েছিল মেইলও। শেষ পর্যন্ত গতকাল হাজিরা দেন তৃণমূলের এই এমপি। সূত্র : ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কংগ্রে

২৯ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ