Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রিটেনে উগ্রপন্থিদের জন্য আলাদা জেলখানা হচ্ছে

প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রিটেনের সকল উগ্রপন্থি বা জঙ্গিবাদে দ-িত ব্যক্তিদের একই কারাগারে অন্তরীণ রাখার পরিকল্পনা করেছে ব্রিটিশ সরকার। একই সাথে বিদেশী অপরাধীদের দ্রুত স্ব স্ব দেশে ফেরত পাঠাতে গ্রেফতারের পরপরই পুলিশের কাছে পাসপোর্ট হস্তান্তর ও আদালতে নিজের জাতীয়তা প্রকাশের আইন প্রণয়নের পরিকল্পনা করছে সরকার। আর পাসপোর্ট হস্তান্তর এবং কোর্টে ন্যাশন্যালিটি ডিক্লেয়ারের প্রস্তাবটি কার্যকর হলে তা উগ্রপন্থিদের পাশাপাশি ব্রিটেন থেকে ইল্লিগ্যাল ইমিগ্র্যান্টদের তাড়াতেও ফলপ্রসু হবে। ইতোমধ্যে ব্রিটেনে ধর্মীয় চরমপন্থার দায়ে দন্ডিত ১৩১ মুসলিম ব্যক্তি ব্রিটেনের বিভিন্ন স্থানে আটটি পৃথক জেলে সাজা খাটছেন। সরকার ইতোমধ্যে দন্ডিত এসব অপরাধীকে একই জেলে তাদের দন্ড মেয়াদের অবশিষ্ট সময় রাখার পরিকল্পনা করছে। আর কারাবিধি পরিবর্তন হলে সেক্ষেত্রে ব্রিটেনে ভবিষ্যতে ইসলামের নামে সন্ত্রাসী কর্মকা-ে সাজাপ্রাপ্ত অপরাধীর ঠাঁই হবে এ কারাগারে।
এ সপ্তাহের শুরুতে প্রিজন রিফর্মস সংক্রান্ত এক বক্তৃতায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিট ক্যামেরন বলেছেন, সরকার কারাগারের অভ্যন্তরে জঙ্গিবাদ বা উগ্রবাদের বিস্তার ঠেকাতে চায়। এই লক্ষে সরকার বড় ধরনের পরিবর্তনে সম্মত। কারাগারের অভ্যন্তরে ধর্মীয় উগ্রবাদের বিস্তার ঘটলে সরকার শুধু তা দর্শক হিসেবে দেখতে পারে না। প্রয়োজনের বাস্তবতায় দ-ত উগ্রবাদীদের এক স্থান থেকে অন্য স্থানে আনানেয়া ও তাদের সাথে আচরণের বিষয়েও বড় ধরনের পরিবর্তন আনা হবে। ধর্মীয় উগ্রবাদী সন্ত্রাসীরা রাষ্ট্রীয় তত্ত্বাবধানে থেকে কারাগারে বসে অন্য বন্দিদের বিপথে প্রভাবিত করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী ক্যামেরন। সরকারের ঐ পরিকল্পনা অনুযায়ী ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে বন্দি মুসলিম সন্ত্রাসীদের বাড়তি নিরাপত্তাযুক্ত আলাদা ইউনিটে রাখা হবে। যাতে তারা অন্য বন্দিদের সংস্পর্শে আসতে না পারেন। আর এটি বাস্তবায়িত হলে তা দীর্ঘ ৫০ বছর ধরে বিদ্যমান ব্রিটেনের কারাবিধিতে আমূল পরিবর্তন আনবে। তবে ব্রিটেনের মিনিস্টারি অব জাস্টিস অবশ্য বলছে, এ ধরনের কারাগার পৃথকীকরণের পরিকল্পনা এখনো চূড়ান্ত নয়।
ডেইলি মেইলে প্রকাশিত এ সংক্রান্ত সংবাদে উল্লেখ করা হয়, বর্তমানে ব্রিটেনে ১ হাজারেরও বেশি দ-িত অপরাধী কারাগারের অভ্যন্তরে উগ্রবাদ বা ধর্মীয় সন্ত্রাসবাদে বিভ্রান্ত হবার ঝুকিঁতে রয়েছেন। উগ্রপন্থা বা সন্ত্রাসের দায়ে দ-িত মুসলিম অপরাধীরা কারাগারের অভ্যন্তরে অন্যান্য অপরাধে দ-িত অপরাধীদের উগ্রপন্থায় প্রভাবিত করছেন। তবে কেবলমাত্র মুসলমান অপরাধীদের আলাদা জেলে রাখবার এ প্রস্তাবে ব্রিটেনে বিক্ষোভের নতুন একটি ইস্যু হিসেবে উঠে আসতে পারে। এমন আশংকার কথা বলা হয়েছে ডেইলি মেইল ও গার্ডিয়ানের মত মূলধারার গণমাধ্যমগুলোর এ সংক্রান্ত রিপোর্টে। ব্রিটিশ আলকাট্রাস বা ব্রিটিশ গুয়ান্তানামো-বে হিসেবে অভিহিত করে সরকারের এ প্রস্তাবিত পরিকল্পনার সমালোচনাও এরই মধ্যে শুরু হয়েছে।
এদিকে, প্রধানমন্ত্রী ডেভিট ক্যামেরুন গত সোমবার এক বক্তৃতায় বলেন, বর্তমান নিয়মে বিদেশি কোন অপরাধীকে গ্রেফতার করার পর পুলিশকে ঐ অপরাধীর জাতীয়তা বা ন্যাশন্যালিটি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হয়। কিন্তু সরকার চাইছে এ সংক্রান্ত বিধির পরিবর্তন করতে। আর এ পরিবর্তন বাস্তবায়িত হলে,বিদেশি কোন অপরাধীকে গ্রেফতার করার পর ঐ ব্যক্তিকে পুলিশের কাছে তার পাসপোর্ট হস্তান্তর করতে হবে। আদালতে নেয়া হলে সেক্ষেত্রে অপরাধীকে নিজের জাতীয়তা ডিক্লেয়ার  (ঘোষণা) করতে হবে। আর এটি কার্যকর করতে পুলিশকে অধিক ক্ষমতা দিতে প্রচলিত আইনে পরিবর্তন আনার কথাও বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এতে করে বিদেশি অপরাধীদের স্ব-স্ব দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরো দ্রুততর হবে, এমনটিই মনে করছেন সরকারের নীতিনির্ধারকরা। ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রিটেনে উগ্রপন্থিদের জন্য আলাদা জেলখানা হচ্ছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ