Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ওবামা দাসদের বংশধর!

প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাপানের ক্ষমতাসীন রাজনৈতিক দলের এমপি ক্যাজুয়া মারেইমা উচ্চকক্ষ সাংবিধানিক প্যানেলের বৈঠকে বলেছেন, যুক্তরাষ্ট্র একজন কালো ব্যক্তিকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছে, যেটা অকল্পনীয়। তিনি এদিন আরো বলেন, প্রেসিডেন্ট ওবামা আসলে দাসদের বংশধর। ওবামা সম্পর্কে এ ধরনের বর্ণবাদী মন্তব্যের কিছুক্ষণ পর অবশ্য সংবাদ সম্মেলন করে ক্ষমা চেয়েছেন তিনি।  মারেইমা বলেন, আমার মন্তব্যের জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এটি একটি অনিচ্ছাকৃত মন্তব্য। আসলে আমি বলতে চেয়েছিলাম, ওবামা হলেন আফ্রিকান বংশোদ্ভূত প্রথম কোনো প্রেসিডেন্ট, যার বাবা কৃষ্ণাঙ্গ এবং মা শ্বেতাঙ্গ। জাপানের টেম্পল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কেইল ক্লেবল্যান্ড বলেন, এটা খুবই দুঃখজনক যে, জাপানের কিছু নেতা এখনো এ ধরনের বর্ণবাদী মানসিকতা পোষণ করে থাকেন। মারেইমার মন্তব্য সেটাই নির্দেশ করে। এটি জাপানের রাজনৈতিক মানসিকতারও সীমাবদ্ধতা। এটি যে কেবল একটি বর্ণবাদী মন্তব্য তাই নয়, বরং এটি প্রমাণ করে, জাপান এখনো বর্ণবাদী মানসিকতা পোষণ করে থাকে। সিএনএন, ইউএস টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবামা দাসদের বংশধর!

২০ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ