Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পপির বিরুদ্ধে মামলা!

| প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : জনপ্রিয় চিত্রনায়িকা পপির বিরুদ্ধে সিএমএম আদালতে প্রতারণার মামলা হয়েছে। নতুন একটি সিনেমার পারিশ্রমিক নিয়েও কাজ করেননি- এমন অভিযোগে যুক্তরাষ্ট্র প্রবাসী পরিচালক ও প্রযোজক জসীম উদ্দিন মামলাটি করেন। গত ২২ ডিসেম্বর ৪০৬/৪২০ ধারায় মামলটি হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, চিত্রনায়িকা পপি দি আমেরিকান ড্রিম সিনেমায় অভিনয়ের জন্য ১-১০-২০১৫ তারিখে চুক্তিবদ্ধ হয়ে দু’লক্ষ টাকা সম্মানী গ্রহণ করেন। কিন্তু সিনেমাটির শুটিংয়ের সিডিউল চেয়ে বারবার যোগাযোগ করা হলেও পপি সাড়া দেননি এবং যোগাযোগও করেননি। সম্মানীর অর্থ ফেরত চেয়ে পপিকে উকিল নোটিশ পাঠানো হলে, পপি টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। পরিচালক জসীম উদ্দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তার পক্ষে মামলাটির আম-মোক্তার হন সিন সিনারি প্রডাকশন-এর জেনারেল ম্যানেজার হাবিবুর রহমান ভুঁইয়া। মামলায় বাদি পক্ষের আইনজীবী হিসেবে আছেন গোলাম সাবের চৌধুরী। বিষয়টি নিয়ে পপির সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ