Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

খুলনায় অবৈধ জাল ধ্বংস

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল নির্মূলে বিশেষ কম্বিং অপারেশন শুরু করেছে খুলনার পাইকগাছা উপজেলা টাস্কফোর্স কমিটি। প্রথম ধাপ ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি, দ্বিতীয় ধাপ ১৪ জানুয়ারি হতে ২১ জানুয়ারি, তৃতীয় ধাপ ২৮ জানুয়ারি হতে ৩ ফেব্রুয়ারি, চতুর্থ ধাপ ১৩ ফেব্রুয়ারি হতে ২০ ফেব্রুয়ারি। প্রথম ধাপের অপারেশনের অংশ হিসেবে গত রোববার সকাল থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত উপজেলার সোলাদানা ও দেলুটি ইউনিয়নের বিভিন্ন নদীতে নৌ-পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। অভিযানে ১ লাখ টাকা মূল্যের ১০ হাজার বর্গ কিলোমিটারের ১০টি বেহুন্দি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন, নৌ-পুলিশের এএসআই আকরাম হোসেন, সহকারী উপজেলা মৎস্য অফিসার এসএম শহিদুল্লাহ, ক্ষেত্র সহকারী রণধীর সরকার ও রবিউল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবৈধ জাল ধ্বংস

৪ জানুয়ারি, ২০২২
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ