Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মাগুরা জেলা বিএনপির ৩৫ নেতাকর্মীর হাইকোর্টে আগাম জামিন

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২৩, ১২:১৯ পিএম

মাগুরা জেলা বিএনপি ও অংগ সংগঠনের ৩৫ নেতা কর্মীর ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট বিভাগ।
বুধবার হাইকোর্টে জামিনের আবেদন করলে
হাইকোর্ট বিভাগ থেকে ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন মাগুরা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের। মামলায় আদালতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল এবং মাগুরার সন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী সাগর হোসেন গুরুত্বপুর্ণ ভুমিকা রাখায় তাদেরকে ধন্যবাদ জানান মাগুরা জেলা বিএনপি নেতারা। মাগুরা জেলা বিএনপি নেতারা জানান, গত ২২ ফেব্রুয়ারী তারিখে বিএনপির পদযাত্রা কর্মসুচি ব্নচাল করতে সম্পুর্ন মিথ্যা গায়েবী মামলা দায়ের করে মাগুরা পুলিশ। মামলায় মাগুরা সদর থানা বি এনপির সভাপতি কুতুব উদ্দিন, সদর থানা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম তুষার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম, সদর থানা যুবদলের আহবায়ক সৈয়দ কুতুব উদ্দিন রানাসহ ৪৫ জনকে আসামী করে ১০ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। বাকী ৩৫ জন পুলিশি নির্যতন এড়াতে বুধবার ১ মার্চ মাগুরা জেলা যুবদণের সভাপতি এড। ওয়াসিকুর রহমান কল্লোলের নেতৃত্বে হাইকোর্টে জামিনের আবেদন করলে আদালত ৩৫ জনের আগাম জামিন মঞ্জুর করেন। এ সময় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত খুলনা বিভাগের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সৈয়দ আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগাম জামিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ