Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজিবিতে নারী সৈনিকরা চৌকস তারা দক্ষতার পরিচয় দিচ্ছে

বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারে বিজিবির ডিজি

| প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বান্দরবান থেকে মো: সাদাত উল্লাহ : বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন, মহান স্বাধীনতা যুদ্ধে মহীয়সী নারীদের অংশ গ্রহণের অনুপ্রেরণায় বর্তমানে সর্বক্ষেত্রে মহিলার এগিয়ে আছে। তাই বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ ও দিক নির্দেশনায় কর্মক্ষেত্রে পুরুষের পাশাপাশি বিজিবিতে নারীদের অংশ গ্রহণ একটি যুগান্তকারী পদক্ষেপ। ফলে বিজিবিতে নারীরা দক্ষ, চৌকস এবং প্রশিক্ষিতবাহিনী হিসাবে গড়ে উঠেছে। বিজিবি মহাপরিচালক গতকাল ২৯ ডিসেম্বর সকালে বান্দরবান কেরানী হাট সড়কের মনোরম পরিবেশে অবস্থিত বর্ডার গার্ড বাংলাদেশের একমাত্র প্রশিক্ষণ কেন্দ্র বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারে ৮৯তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রধান অতিথি আরো বলেন, দক্ষতার সাথে সীমান্ত সুরক্ষা ভূমি ও সম্পদের নিরাপত্তা বিধান নারী ও শিশু পাচার রোধ সীমান্ত অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ দেশের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা বজায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় বিজিবির সৈনিকদের দায়িত্ব পালনে ভূয়সী প্রশংসা করেন। তিনি এ বাহিনীর চারটি মূলনীতি মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতার প্রতি নজর দেয়ার পাশাপাশি ধর্মীয় বিশ্বাস নৈতিক মূল্যবোধের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন। প্রধান অথিতি গতকালে অনুষ্ঠানে সর্ব বিষয়ে শ্রেষ্ঠ নবীন সৈনিক সিপাহী (জিডি) বদিয়ার আলম এবং শ্রেষ্ঠ নারী নবীন সৈনিক সিপাহী (জিডি) স্মৃতি আকতারের হাতে পুরস্কার তুলে দেন। ৮৯তম রিক্রুট ব্যাচে কুচকাওয়াজে প্যারড কমান্ডার ছিলেন মেজর মোহাম্মদ তানভীর আহমদ নিজামী এবং প্যারড অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মো: আলী আজগর সরদার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সৈনিক

১১ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ সেপ্টেম্বর, ২০২২
২১ ফেব্রুয়ারি, ২০২২
১৯ ফেব্রুয়ারি, ২০২২
১৮ ফেব্রুয়ারি, ২০২২
১৭ ফেব্রুয়ারি, ২০২২
১৭ ফেব্রুয়ারি, ২০২২
১৬ ফেব্রুয়ারি, ২০২২
১৫ ফেব্রুয়ারি, ২০২২
১৪ ফেব্রুয়ারি, ২০২২
১৩ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ