বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
৬ সপ্তাহ প্রশিক্ষণ শেষে শপথ নিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৯৭ তম ব্যাচের ৮৮৫ জন সৈনিক।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে দেশের একমাত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিএন্ডসি) বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে শপথ নেয় ৬৭০ জন সৈনিক।
এছাড়া একইসময়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) প্রশিক্ষণ ভেন্যুতে শপথ নেয় আরও ২১৫ সৈনিক।
প্রধান অতিথি থেকে ৯৭তম রিক্রুট ব্যাচের নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। এসময় অভিবাদন মঞ্চে ছিলেন বিজিটিসিএন্ডসির কমান্ড্যান্ট ব্রিগ্রেডিয়ার জেনারেল মসিউর রহমান।
সকাল সাড়ে ১০টায় বিজিবি মহাপরিচালককে সশস্ত্র সালাম প্রদানের মধ্যদিয়ে নবীন সৈনিকদের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
এর আগে গত ৫ সেপ্টেম্বর থেকে প্রশিক্ষণ শুরু হয় তাদের। দীর্ঘ ২৪ সপ্তাহের অত্যন্ত কঠোর ও কষ্টসাধ্য এ প্রশিক্ষণ সফলভাবে শেষ করে আজ আনুষ্ঠানিক শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে তাদের সৈনিক জীবনের সূচনা হলো
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।