Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

‘রান আউটেই ঘুরেছে ম্যাচের মোড়’

| প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : এক ইনিংস অপেক্ষার পর প্রিয় পজিশন তিন নম্বরে ব্যাটিংয়ে ফিরে ছন্দটা ভালোই পেয়েছিলেন সাব্বির রহমান রুম্মান। গত আর শর্ট বল দিয়ে বাংলাদেশ ব্যাটসম্যানদের আবারো কাঁপিয়ে দিবেন বলে হুংকার দেয়া ফার্গুসনকে ¯েøায়ার ডেলিভারিতে লং অনের উপর দিয়ে যে ছক্কাটি মেরেছেন, তাতে নিজের মাথার চুল ছিঁড়ে ফেলার মতো দশা এই পেস বোলারের। বাঁ-হাতি স্পিনার স্যান্টারকে মিড উইকেটের উপর দিয়ে সাব্বিরের ছক্কায় নেলসনে প্রবাসী বাংলাদেশীরা আনন্দে একটা চক্কর পর্যন্ত দিয়েছে। ইমরুল কায়েসের সঙ্গে দারুণ বোঝাপড়ায় ৯৪ বলে ৭৫ রানের পার্টনারশিপকে ঘিরে বাংলাদেশ দেখেছে স্বপ্ন। অথচ, সে স্বপ্নটা দিবাস্বপ্নে পরিণত করেছেন সেই সাব্বিরই! অপরাধটা করেননি ইমরুল কায়েস। স্যান্টনারকে কভারে পুশ করে তাকিয়ে ছিলেন নন স্ট্রাইক এন্ডের ব্যাটিং পার্টনার সাব্বিরের দিকে, সিঙ্গলের কল দিয়ে সেই সাব্বিরই কিনা হাফ পিচ পর্যন্ত দৌড় দিয়ে, উল্টো নন স্ট্রাইক এন্ডে ফিরে আসার দৌড়ে দিলেন ইমরুল কায়েসের সঙ্গে পাল্লা। কে কার আগে পপিন ক্রিজে ফেলতে পারেন ব্যাটÑ সেই লড়াইটা হলো এবং তাতেই সর্বনাশ ডেকে আনলেন সাব্বির। প্রথমে নিজে আউট ধরে নিয়ে ড্রেসিং রুমের দিকে পা বাড়িয়ে বেশ ক’ কদম হেঁটে যাওয়া ইমরুলকে থামাল আম্পায়ার, পরবর্তীতে টিভি রিপ্লেতে নিস্পত্তি হলো রান আউটÑঅপরাধী সাব্বির ( ৪৯ বলে ২ চার ৩ ছক্কায় ৩৮) রান আউট!
যে পার্টনারশিপ দেখিয়েছে স্বপ্ন, যাদের স্বাচ্ছন্দ্যে ব্যাটিং দেখে ১৬২ বলে ১৪৭ রানকে অসম্ভব মনে হয়নি, সেই সম্ভবই কিনা পরিণত হলো অসম্ভবে এবং একটি রান আউটেই ভেঙে খান খান হলো স্বপ্ন। সাব্বির রান আউটে কাটা পড়ার পর ওভারপ্রতি দরকার ছিল ৪.৫৬, এমন সহজ টার্গেট পাড়ি দিতে এসে ৯ উইকেট হারাতে হলো বাংলাদেশ দলকে মাত্র ৭৯ রানের মধ্যে। সে কারণেই ওই রান আউটকেই আসামির কাঠ গড়ায় দাঁড় করাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ কভার করা একটি অনলাইনে সে হতাশার কথাই শুনিয়েছেন মাশরাফিÑ ‘ওই রানআউট আমাদেরকে ম্যাচ থেকে ছিটকে ফেলেছে, ওদেরকে ম্যাচে ফিরিয়ে এনেছে। আমাদের জন্য ছিল ‘কি মোমেন্ট’; ওদের জন্যও ‘কি মোমেন্ট’। ১ উইকেটে ১০৫ রান ছিল, ২৭ ওভারে আর দেড়শ’ মতো রান দরকার ছিল। রান আউটটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।’
রান আউট শুধু নয়, মাহামুদুল্লাহ ছাড়া আসামির কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে অন্য ব্যাটসম্যানদেরও। ৫ ওভারের স্পেলে নিউজিল্যান্ড অকেশনাল স্পিনার কেন উইলিয়ামসকে তিন তিনটি উইকেট উপহার দিয়েছেন সাকিব, মোসাদ্দেক সৈকত। উইকেটে এসে সেট হওয়ার আগে রানের জন্য তাড়াহুড়ো করায় যে দিতে হয়েছে মাশুল, তা মনে করছেন মাশরাফিÑ ‘রান আউটের পরও সুযোগ ছিল। ব্যাটসম্যানরা রানের জন্য বেশি তাড়াহুড়া করেছে। এখানে ১০-১৫টা বল দেখে তারপর স্বাভাবিক খেলা খেললে ভালো হতো। উইকেট উপহার দিয়ে আসার চেয়ে আমি বলব, আরেকটু ধৈর্য ধরে থিতু হয়ে তার পর স্বাভাবিক ব্যাটিং করা উচিত ছিল।’
পর পর ২টি ওয়ানডেতে নিউজিল্যান্ডের ২ ব্যাটসম্যান দিয়েছেন দীক্ষা। প্রথম ম্যাচে টম ল্যাথাম (১৩৭) একাই টেনে নিয়ে গেছেন নিউজিল্যান্ডকে বড় স্কোরের দিকে, গতকাল নেলসনে সেই দায়িত্বটা পালন করেছেন ৬ বছর ৯ মাস পর ওয়ানডে ক্রিকেটে প্রত্যাবর্তন ইনিংসে নিল ব্রæম ( ১০৯ নট আউট)। অথচ, প্রথম ম্যাচে সাকিব ৫৯ এ দিলেন রনে-ভঙ্গ, গতকালও একই স্কোরের ইনিংসকে বড় করার তাগিদটাই যে পেলেন না ইমরুল কায়েস ! এখানেই কস্টটা পাচ্ছেন মাশরাফিÑ ‘ইমরুল অথবা সাব্বিরের যে কোনো এক জনের উচিৎ ছিল বড় ইনিংস খেলা। কারণ, ওরা থিতু হয়ে গিয়েছিল।’
ক্রাইস্টচার্চের মতো আবহাওয়া, উইকেটÑ কোনোটাই নেলসনে মনে হয়নি প্রতিকূল। বরং নেলসনের আবহাওয়া এবং উইকেটকে নিজেদের পরিচিতই মনে হয়েছে। এমন কন্ডিশনে খেলতে এসে এমন বিপর্যয় তাই কস্ট বাড়াচ্ছে মাশরাফিরÑ ‘ওদের ইনিংস শেষে আমরা খুবই আত্মবিশ্বাসী ছিলাম। দ্বিতীয় ইনিংসে উইকেট ব্যাটিংয়ের জন্য সহজ হয়ে উঠবে, তা ধরে নিয়েছিলাম। প্রথম ম্যাচে বোল্ট কিছুটা সুইং পেয়েছিল, আজ সে তা পায়নি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোড়

২২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ